Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুমিনুলের ওয়ানডে ক্যারিয়ার শেষ হয়ে যায়নি’


১৩ অক্টোবর ২০১৮ ১৭:১০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

এশিয়া কাপে প্রায় তিন বছর পর বাংলাদেশের হয়ে ফিরেছিলেন ওয়ানডেতে। মুমিনুল হক অবশ্য সুযোগটা কাজে লাগাতে পারেননি, দুই ম্যাচে নেমে করতে পেরেছেন মোট ১৪ রান। জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দলেও সুযোগ পাননি। শনিবার (১৩ অক্টোবর) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচক হাবিবুল বাশার আভাস দিলেন, আপাতত মুমিনুলকে টেস্টের জন্য বিবেচনা করা হবে।

‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ডে গিয়ে এক ম্যাচে করেছিলেন ১৮২ রান। এরপর এশিয়া কাপে সুযোগ পেলেও মুমিনুল বড় কিছু করতে পারেননি। যদিও আরও সুযোগ পেতে পারতেন কি না, সেটা নিয়ে প্রশ্ন আছেই। হাবিবুল বাশার অবশ্য বলছেন, মুমিনুলের সুযোগ শেষ হয়ে যাচ্ছে না, ‘মুমিনুলের বাদ পড়া একটু দুর্ভাগ্য বলব, তার জন্য আমার সহানুভূতি থাকছে। আমি মনে করি তার ওয়ানডে ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। আমার মনে হয় ওয়ানডেতে তার দেয়ার অনেক কিছুই আছে। কিন্তু আমাদের কিছু ক্রিকেটারকে দেখতে হতো। এটা আমাদের সুযোগ, কিছু খেলোয়াড় দেখে নেয়া। সামনে আমাদের অনেক গুলো সিরিজ আছে। এরপর ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড (নিউজিল্যান্ড) সিরিজের পর বিশ্বকাপ আছে। তো এই জিম্বাবুয়ে সিরিজটা সুযোগ দিয়েছে, কিছু প্লেয়ারকে দেখে নেয়ার। মুমিনুল এশিয়া কাপে যেই দুটি ম্যাচ খেলল, আমি বলব দুটি ইনিংস একজন ব্যাটসম্যানের জন্য যথেষ্ট না। যদি ওই দুই ইনিংসে সে রান করত, তাহলে ওর জন্য ভালো হতো। যেহেতু রান করতে পারেনি আর আমাদের নতুন দুই একজন প্লেয়ারকে দেখতে হচ্ছে তাই সে বাদ পড়েছে।’

তবে রঙিন পোশাকে মুমিনুলের ব্যাটিংয়ের পরিবর্তন নজরে এসেছে হাবিবুলের, ‘আমি সম্প্রতি তার ব্যাটিং দেখেছি ওয়ানডেতে। সে এখন সম্পূর্ণ ভিন্ন একজন ব্যাটসম্যান। আমি নিশ্চিত না, ওয়ানডে ব্যাটিংয়ের ভাবনা তার টেস্টের ব্যাটিংয়ে প্রভাব ফেলছে কিনা। টেস্ট ম্যাচে কিন্তু সম্প্রতি তার কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স পাইনি। টেস্টে কিন্তু সে আমাদের গুরুত্বপূর্ণ সদস্য। এটা অস্বীকার করার কিছু নেই, টেস্টে তার ব্যাটিংটা আমাদের খুব দরকার। ওয়ানডে কিন্তু আমরা চালিয়ে নিতে পারছি, আমাদের বিকল্প আছে। কিন্তু টেস্ট মুমিনুলের বিকল্প খুব কম। আমরা জানি না তার ওয়ানডের ভাবনা তার টেস্টের পারফর্মেন্সে ক্ষতি করছে কিনা, যেটা আমরা একদমই চাই না। এই মুহূর্তে তাকে আমরা টেস্টেই বেশি বিবেচনা করছি। ’

বিজ্ঞাপন

মোসাদ্দেক ফর্মের কারণে দলে নেই, সেটাও খোলাখুলি বলে দিলেন, ‘মোসাদ্দেকের ফর্ম নিয়ে খুব একটা সন্তুষ্ট নই। যেখানে সে ব্যাট করছে, সাত নম্বরে, সেখানে সে কার্যকরী ব্যাটিং করতে পারছে না। তাকে ব্রেক দেয়া হচ্ছে। আশা করি সে ঘরোয়া ক্রিকেটে রানে ফিরবে। সাম্প্রতিক সময়ে ওর ফর্মটা ভালো যাচ্ছে না।’

সারাবাংলা/এএম/এমআরপি

ওয়ানডে মুমিনুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর