Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোড়া গোল করে চোটে সালাহ


১৩ অক্টোবর ২০১৮ ১৪:২৩ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৮ ১৪:২৭

।। স্পোর্টস ডেস্ক ।।

চোটে পড়লেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে জাতীয় দলের হয়ে সোয়াজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে জোড়া গোল করে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তিনি। ম্যাচে ৪-১ গোলে জয় পেয়েছে মিশর।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালয়ে ইনজুরিতে পড়েন সালাহ। এরপর শঙ্কা ছিল বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েও। শুক্রবার (১২ অক্টোবর) ক্লাব ফুটবলের বিরতিতে থেকে জাতীয় দলের হয়ে মাঠে নেমে পেশিতে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

পেশিতে চোট পাওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও খেলার অবস্থায় ফিরতে পারেননি সালাহ। তাই তাকে তুলে নিয়েছিলেন দলের কোচ। তবে মিশরের সহকারী কোচ হ্যানি রামজি জানিয়েছেন, বড় কোনো ইনজুরিতে পড়তে হবেনা ২৬ বছর বয়সী এই স্ট্রাইকারকে, ‘সালাহ’র ইনজুরি খুব বেশি মারাত্মক নয়। পরীক্ষা শেষে জানা গেছে পেশিতে চোট লেগেছে তার। আমরা আমাদের সব চেষ্টা দিয়ে তাকে দ্রুত সুস্থ করে মাঠে ফেরানোর জন্য সহযোগিতা করবো।’

আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে এ নিয়ে তিন ম্যাচের দুটিতেই জয় তুলে নিয়েছে মিশর।

সারাবাংলা/এসএন

আফ্রিকান নেশনস কাপ মিশর মোহাম্মদ সালাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর