ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও দক্ষিণ আফ্রিকার
১৩ অক্টোবর ২০১৮ ১২:০৭ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৮ ১২:০৮
।। স্পোর্টস ডেস্ক ।।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টিয়েন্টিতেও সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার (১২ অক্টোবর) টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের জয় তুলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে প্রোটিয়ারা।
শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন শন উইলিয়ামস। এছাড়াও ব্র্যান্ডন টেইলর ২৯, অধিনায়ক মাসাকাদজা ২১ রান করেন।
প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি, প্যাটারসেন ওফ্রাইলিঙ্ক। শামসি পান ১টি উইকেট।
জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
জেপি ডুমিনি সর্বোচ্চ ৩৩ রান তুলে অপরাজিত থাকেন। এছাড়াও কুইন্টন ডি কক ২৬, হেনরিখ ক্লাসেন ২২ রান করেন। ১৩ বলে ১৯ রানে অপরাজিত থাকেন মিলার।
ম্যাচসেরা হন ডেন প্যাটারসন।
রোববার (১৪ অক্টোবর) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।
সারাবাংলা/এসএন