Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘর গোছাতে শুরু করেছে বিপিএলের দলগুলো


১২ অক্টোবর ২০১৮ ১৪:৪৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

সবকিছু ঠিক থাকলে ৫ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা বিপিএল। এর মধ্যে সাতটি ফ্র্যাঞ্চাইজি গোছাতে শুরু করে দিয়েছে ঘর। বিপিএল গভর্নিং বডির কাছে গত বারের যে চার জন করে খেলোয়াড় ধরে রাখতে চায়, তাদের তালিকাও জমা দিয়েছে। তবে তার বাইরেও গতবার তালিকাভুক্ত ছিলেন না এমন দু’জন বিদেশী খেলোয়াড়কে সরাসরি ড্রাফটের বাইরে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে সেই বিদেশীদের নামও জমা দেওয়া শুরু করেছে দলগুলো।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত নিশ্চিত হওয়া বিদেশীদের মধ্যে সবচেয়ে বড় মুখ অবশ্যই অ্যালেক্স হেলস। ইংলিশ এই ওপেনার গেলবারও আইপিএল খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে, এবার তাকে দলে নিয়েছে রংপুর। সেখানে জুটি বাঁধবেন ক্রিস গেইলের সঙ্গে। এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে মৌখিক কথা হয়ে গেছে রংপুরের, এমনও জানা গেছে। তবে সেটি এখনো চূড়ান্ত ন্য, আর ডি ভিলিয়ার্সকে শেষ কটি ম্যাচের আগেও পাচ্ছে না রংপুর।

ঢাকা ডায়নামাইটসও এর মধ্যে আন্দ্রে রাসেলকে দলে নেবে বলে জানা গেছে। রাসেল আগেও ঢাকার হয়ে খেলেছেন, তবে ডোপ টেস্টে নিষিদ্ধ হওয়ায় গত বছর ক্রিকেটের বাইরে ছিলেন। এবার আবার ফিরেছেন, ক’দিন আগে বাংলাদেশের বিপক্ষেও খেলেছেন ওয়ানডেতে। ঢাকা অন্য কাকে সরাসরি নেবে, তা এখনো জানা যায়নি।

কুমিল্লা যে দু’জনকে দলে নিচ্ছে, তারা সেই অর্থেও বড় তারকা নন। লিয়াম ডসন ২০১৬ মৌসুমেই খেলেছিলেন রংপুরের হয়ে, এরপর অভিষেক হয়েছিল ইংল্যান্ডের হয়ে। এবার খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে, সেখানে তার সঙ্গী শ্রীলঙ্কার মারকুটে ব্যাটসম্যান আসেলা গুনারত্নে। গতবার গুনারত্নে ঢাকার হয়ে নাম লেখালেও সেভাবে সুযোগ পাননি। রাজশাহী কিংস এর মধ্যে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্রই অভিষিক্ত মারকুটে মিডল অর্ডার ব্যাটসম্যান ক্রিস্টিয়ান জনকার আর আফগানিস্তানের হয়ে সর্বশেষ অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পাওয়া লেগ স্পিনার কায়েস আহমেদকে। সিলেট বা চট্টগ্রাম কাকে নিচ্ছে, এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এসএন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর