Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর রাইডার্সে খেলবেন অ্যালেক্স হেলস


৯ অক্টোবর ২০১৮ ১৭:১০

।। স্পোর্টস ডেস্ক ।।

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরকে সামনে রেখে ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলসকে দলে টেনেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক।

২৯ বছর বয়সি ইংলিশ এই ওপেনার এবারই প্রথম বিপিএলে খেলতে আসছেন। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ আসরে ডেভিড ওয়ার্নারের বদলে খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদে।

ইংল্যান্ডের হয়ে ৫৬ টি-টোয়েন্ট ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমে ১ হাজার ৬০১ রান আছে হেলসের। যেখানে ১টি শতক ও ৮টি অর্ধশতকসহ তার গড় ৩২.৬৭। হেলসের সঙ্গে এবার রংপুর রাইডার্সের হয়ে ওপেনিংয়ে থাকছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল।

এবারের আসরকে সামনে রেখে গতবারের ৪ জন ক্রিকেটারকে রিটেইন করেছে রংপুর। এই চারজন হলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার, ক্রিস গেইল, মোহাম্মদ মিথুন ও নাজমুল ইসলাম অপু।

আসর শুরু হবে আগামী ৫ জানুয়ারি। এর আগে ২৫ অক্টোবর অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফট।

সারাবাংলা/এসএন

অ্যালেক্স হেলস বিপিএল রংপুর রাইডার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর