Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংলিশ লিগের দল আসছে বাংলাদেশে


৮ অক্টোবর ২০১৮ ২২:৫৪

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকা: প্রিমিয়ার লিগ শুরু ঢের দেরি। তার আগেই দল গোছানোয় ব্যস্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শীর্ষ ক্লাবগুলো। তবে, এদের মধ্যে বসুন্ধরা ক্লাব যেন এক ধাপ এগিয়ে। চমকের পর চমকের জন্ম দেয়া এই নবাগত ক্লাবটি এবার পা বাড়িয়েছে ইংলিশ লিগে!

চ্যাম্পিয়নশিপ থেকে বিপিএলে নাম লেখানো এই ক্লাব লিগের প্রস্তুতি হিসেবে এবার দেশে ডাকতে পারে ইংলিশ লিগের একটি দলকে।

ক‘দিন আগেই ক্লাবটির নিজ ভেন্যু নীলফামারী শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে মালদ্বীপের ক্লাব নিউ রেডিয়েন্টকে আমন্ত্রণ জানিয়েছিল। সে ম্যাচে মালদ্বীপ চ্যাম্পিয়নদের তারা উড়িয়ে দিয়েছিল ৪-১ ব্যবধানে। সেই মাঠেই আগামী সপ্তাহেই ফুটবল নৈপুণ্য দেখাতে চলেছে ইংলিশ দলটি।

এ বিষয়ে বসুন্ধরা কিংস ক্লাবের সভাপতি ইমরুল হাসান জানান, ‘ইউরোপীয়ান কিছু দলের সাথে আমাদের কথা হচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগের নিচের টায়ারে খেলে ফার্স্ট ডিভিশনে। দুই একদিনের মধ্যে নিশ্চিত করবো। আগামী সপ্তাহে তাদের দেশে আনা হবে।’

শুধু তাই নয়, এ সপ্তাহের মধ্যে দলে এশিয়ান কোটাসহ চার বিদেশি ফুটবলার কোটা পূরণ করতে চায় ক্লাবটি। ক্লাবের সভাপতি জানান, ‘দুজন বিদেশির (কলিনড্রেস ও গোটর) সঙ্গে আমরা চুক্তি নিশ্চিত করেছি। দুএকদিনের মধ্যে বাকী খেলোয়াড়দেরও নিশ্চিত করবো।’

ভালো মানের ফুটবল দলে ভেড়িয়ে দেশি ফুটবলারদের সুযোগ কতটুকু থাকছে এমন প্রশ্নে ইমরুল হাসান বলেন, ‘প্রতিযোগিতা বাড়বে। নিজের অবস্থান ভালো রাখার জন্য সবাই আরও কষ্ট করবে।’

সারাবাংলা/জেএইচ

নিউ রেডিয়েন্ট ক্লাব বসুন্ধরা কিংস ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর