Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমারের ছেলেও এমবাপের ভক্ত


৮ অক্টোবর ২০১৮ ১৬:০৫ | আপডেট: ৮ অক্টোবর ২০১৮ ১৭:৫০

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত খেলে অসংখ্য ফুটবল সমর্থকদের মন জিতে নিয়েছেন ফ্রান্স ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। তবে শুধু ফ্রান্স জাতীয় দলেই নয়, ফরাসি লিগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়েও দুর্দান্ত খেলছেন তিনি। যে কারণে ফরাসি এই ফরোয়ার্ডের ভক্ত হয়ে গেছে নেইমার পুত্র লুকা ডা সিলভা সান্তোসও।

রোববার (৭ অক্টোবর) ফরাসি লিগে ক্লাব লিয়নের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে পিএসজি। এই ম্যাচে ৪টি গোলই করেছেন ব্রাজিল ফরোয়ার্ড নেইমার। ম্যাচশেষে নেইমার জানান, পিএসজি সেনসেশন এমবাপের ভক্ত তার সাত সাত বছর বয়সি ছেলে লুকা ডা সিলভা সান্তোস, ‘আমার ছেলে (লুকা) এমবাপের অনেক বড় ভক্ত। যখন তাকে অনুশীলনে যাই, তখন সে এমবাপের সঙ্গেই সারাক্ষণ কথা বলতে থাকে।’

এমবাপেকে নিয়ে ছেলের আগ্রহ বুঝাতে নেইমার বলেন, ‘স্কুলের বন্ধুদের দেখানোর জন্য এমবাপ্পের সঙ্গে সে (লুকা) ছবি তুলে। ছবি তুলতে পেরে সে বেশ খুশি।’

এমবাপের চার গোল করার দিনে ম্যাচের বাকি গোলটি করেন নেইমার। তবে শুধুমাত্র ছেলের কথাই নয়, নেইমার নিজেও প্রশংসা করলেন এমবাপের, ‘সে (এমবাপে) আরো বেশি গোল পাওয়ার ক্ষমতা রাখে। আমি মনে করি বেশ কয়েকবছর এভাবেই সে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখবে।’

সারাবাংলা/এসএন

এমবাপে ভক্ত কিলিয়ান এমবাপে নেইমার লুকা ডা সিলভা সান্তোস

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর