Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ে ফেরার লক্ষ্য রিয়ালের


৭ অক্টোবর ২০১৮ ১৬:৪২ | আপডেট: ৭ অক্টোবর ২০১৮ ১৬:৪৮

।। স্পোর্টস ডেস্ক ।।

মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছেনা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের। শেষ চার ম্যাচে বিপক্ষ দলের জালে কোনো গোল জড়াতে পারেনি রিয়াল খেলোয়াড়রা। এর মধ্যে শনিবার (৭ অক্টোবর) আলাভেজের বিপক্ষে হারের পর সমালোচনায় পড়েছে ক্লাবটি। তবে রিয়াল অধিনায়ক সার্জিও রামোস বলছেন, জয়ে ফেরার লক্ষ্যেই এবার মাঠে নামবে স্প্যানিশ জায়ান্টরা।

গত তিন মৌসুমে চ্যাম্পিয়নস লিগে টানা শিরোপা জিতেছে রিয়াল। আর তখন দলটির কোচ ছিলেন ফ্রান্স কিংবদন্তি জিনেদিন জিদান। এই মৌসুমে রিয়ালের কোচ হিসেবে যোগ দিয়েছেন হুলেন লোপেতেগুই। তার দায়িত্বে থাকা দলটি এই মৌসুমে লা লিগায় আর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচসহ গত চার ম্যাচে জয়ের দেখা পায়নি। শনিবার লা লিগার অপেক্ষাকৃত দুর্বল দল আলাভেজের বিপক্ষে হারের পর বেশ চাপে থাকতে হচ্ছে কোচকে। এর মধ্যেই অনেকেই বলছেন রিয়ালের কোচ পরিবর্তনের কথা। অবশ্য নিজের অবস্থান নিয়ে খুব একটা ভাবছেন না রিয়াল কোচ।

তবে রিয়াল অধিনায়ক সার্জিও রামোস জানিয়েছেন, দলকে জয়ে ফেরানোর জন্য বেশ পরিশ্রম করে যাচ্ছেন কোচ লোপেতেগুই, ‘সবারই আলাদা মতামত থাকে। কখনো কখনো মনে হবে কোচ পরিবর্তন করলে ভালো হবে, তবে এর ব্যতিক্রমও হয়। আর এতো কম সময়ে কোচ পরিবর্তনের কথা বলাও ঠিক হবেনা, যদিও এই ব্যাপারটা খেলোয়াড়দের হাতে থাকেনা। দায়িত্বপ্রাপ্তরাই এই সিদ্ধান্ত নেবেন, কিন্তু এতো দ্রুত কোচ পরিবর্তন করা কোন ভালো সিদ্ধান্ত হতে পারে না।’

চলতি মৌসুমে লা লিগায় ৮ ম্যাচে ৪টি জয়, ২টি হার ও ২টি ড্র নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে রিয়াল। অন্যদিকে, ১ ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তবে এর মধ্যেও টেবিলের শীর্ষে থাকার লড়াই করবেন বলে জানালেন রামোস, ‘এই দলটা শীর্ষে ওঠার লড়াইয়ে নেমেছে। আমাদের ফিটনেস ঠিক রেখে মাঠে নিজেদের সেরাটা খেলাটা দিয়ে ফিরতে হবে।’

বিজ্ঞাপন

ম্যাচে গোল পাওনা হচ্ছেনা, যে কারণে ভালো পারফরম্যান্স ঢাকা পড়ে যাচ্ছে বলেও মনে করছেন রিয়াল অধিনায়ক, ‘আলাভেজের বিপক্ষে দারুণ পাস আর ভালো সুযোগ তৈরি করেছে আমাদের খেলোয়াড়রা। তবে, ফলাফলে ঘাটতি আছে। আমরা একটা কঠিন মাঠে খেলেছি। কিন্তু ম্যাচ হারলে ভালো পারফরম্যান্স কেউ মনে রাখেনা। ম্যাচের ফলাফল তাদের দিকে ছিল।’

আগামী ২০ অক্টোবর লেভান্তের বিপক্ষে ম্যাচের আগে প্রায় দুই সপ্তাহ সময় পাবে রিয়াল খেলোয়াড়রা। দলের এমন অবস্থার পরিবর্তন করতে নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এরই মধ্যে দলের আরো উন্নতি করতে হবে বলে মনে করছেন রামোস।

সারাবাংলা/এসএন

উয়েফা চ্যাম্পিয়নস লিগ রিয়াল মাদ্রিদ লা লিগা সার্জিও রামোস

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর