Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুটানকে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ


৫ অক্টোবর ২০১৮ ২০:৫৩

।। স্পোর্টস করেপসন্ডেন্ট।।
ফাইনালের পথটা কি একটু সহজই হলো? সাফ ফুটবলে বাংলাদেশের মেয়েরা ভুটানকে পেলো সেমি ফাইনালে। শিরোপা প্রত্যাশী মারিয়া-কৃষ্ণা-স্বপ্নারা হয়তো এটাই চেয়েছিলো। তার উপর আবার চেনা প্রতিপক্ষই। এর আগেও সাফে এই দলের বিপক্ষে বড় জয়ের আত্মবিশ্বাস তো আছেই। সেটা কাজে লাগালো বাঘিনীরা।

ভুটানের মাটিতেই শনিবার আয়োজকদের ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে লাগাতার তিনটি ফাইনালে পৌছালো গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। দুটি অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ আর এবার অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ। ভুটানের মাটিতেই পরপর দুই মাসে দুটি চ্যাম্পিয়নশিপের শিরোপা প্রত্যাশির শীর্ষে উঠে গেলো মেয়েরা।

বিজ্ঞাপন

এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ ব্যবধানে ও দ্বিতীয় ম্যাচে ২-১ ব্যবধানে নেপালকে হারিয়ে গ্রুপ এ‘র থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। অন্যদিকে, মালদ্বীপকে ৮-০ ও ভুটানকে ৪-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ভারত। মালদ্বীপকে ভুটান হারিয়েছে ১২-০ ব্যবধানে। নিশ্চিত করেছে সেমি ফাইনাল। কিন্তু নেপালকে হারাতে পারলো না ভারত। ১-১ এ ম্যাচ ড্র হলে পেনাল্টি শুটআউটে গিয়ে পৌছায় ম্যাচ। সেখান থেকে ৩-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশের কাছে গ্রুপ পর্বে হারা নেপাল।

নেপাল যখন ফাইনালে ভুটান আবার হোঁচট খেলো বাংলাদেশের মেয়েদের কাছেই। ম্যাচের শুরু থেকেই যেন জয়ের নেশায় মত্ত ছিলো কিশোরিরা। ২ মিনিটেই সানজিদার গোলে এগিয়ে যাওয়া। প্রথমার্ধ্বের অতিরিক্ত সময়ে মিসরাত জাহান মৌসুনের গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা মেয়েরা পরের অর্ধেই দিয়েছে আরও দুই গোল। কৃষ্ণা রাণী সরকারের বুদ্ধিদীপ্ত গোলে ব্যবধান হয় ৩-০ পরিণত করে মেয়েরা। চার নম্বর গোলটি আসে পেনাল্টি থেকে। শামসুন্নাহারের পা থেকে।

বিজ্ঞাপন

৪-০ ব্যবধানে ফাইনালে থাকা নেপালকে পেলো বাংলাদেশ। পরিচিত প্রতিপক্ষ। জয় নিয়েই সাফ চ্যাম্পিয়ন হবে এমনটাই প্রত্যাশা সমর্থকদের।

সারাবাংলা/জেএইচ

নেপাল বাংলাদেশ ভুটান সাফ নারী অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর