Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের স্বপ্নভঙ্গ করলো তাজিকিস্তান


২ অক্টোবর ২০১৮ ২১:৫৮

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকা: বঙ্গবন্ধু গোল্ডকাপের সবশেষ আসরের চ্যাম্পিয়ন নেপালের এবারের মিশন শুরু হলো হার দিয়ে। পঞ্চম আসরে এসে তাজিকিস্তানের কাছে হেরে গিয়ে সেমি ফাইনাল পথ আরও কঠিন হয়ে গেলো বাল গোপালের শিষ্যদের।

র‌্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা তাজিকিস্তান (১২০) নেপালকে (১৬০) ২-০ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করলো।

সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যায় শুরু হওয়া নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় তাজিকিস্তান ও নেপাল। ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক ফাতকুল্লো। প্রথমার্ধে এগিয়ে থাকা তাজিকরা দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ রেখে গোল আদায় করে নেয়। ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কোমরন।

এ জয়ে গ্রুপ এ‘র তিন পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেলো তাজিকিস্তান। দেশটির দ্বিতীয় ম্যাচ প্যালেস্টাইনের বিপক্ষে একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ছয়টায় ৪ অক্টোবর। অন্যদিকে টিকে থাকার লড়াইয়ে নেপাল নামবে প্যালেস্টাইনের বিপক্ষে ৬ অক্টোবর।

সারাবাংলা/জেএইচ

তাজিকিস্তান নেপাল বঙ্গবন্ধু গোল্ডকাপ ২০১৮

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর