Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ


২ অক্টোবর ২০১৮ ১৬:৪১ | আপডেট: ২ অক্টোবর ২০১৮ ১৭:৩৫

।। স্পোর্টস ডেস্ক ।।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার (২ অক্টোবর) হংকংকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। অপেক্ষায় ছিল একই দিনে গ্রুপ অন্য ম্যাচে শ্রীলঙ্কার জয় পাওয়ার। পাকিস্তানের বিপক্ষে ২৩ রানে শ্রীলঙ্কা জয় পাওয়ায় এবার সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছিল বাংলাদেশি যুবারা। এরপর মঙ্গলবার (২ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে হংকংকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৬.৬ ওভারে ৯১ রানেই গুটিয়ে যায় হংকংয়ের ইনিংস। জবাবে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১১.২ ওভারে ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

তবে এই ম্যাচের আগে রান রেটে এগিয়ে ছিল একই গ্রুপের অন্য দল পাকিস্তান। শ্রীলঙ্কার সঙ্গে তারাও গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছিল। আর এই ম্যাচে জয় পেলেই সেমিতে চলে যেত পাকিস্তান। সেদিক থেকে ম্যাচ জিতেও রান রেটে পিছিয়ে থাকার কারণে সেমিতে যাওয়ার সুযোগ থাকতো না বাংলাদেশের।

মঙ্গলবার মুখোমুখি হয়েছিল ‘বি’ গ্রুপের অন্য দুই দল শ্রীলঙ্কা-পাকিস্তান। আগে ব্যাট করে পাকিস্তানের সামনে ২০১ রানের টার্গেট দিয়েছে লঙ্কানরা। জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে পাকিস্তান। আর তাতেই ২৩ রানে জয় তুলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি নিশ্চিত করে লঙ্কানরা।

অন্যদিকে, ‘এ’ গ্রুপে ৩ ম্যাচে ৩টি জয় তুলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমি নিশ্চিত করে ভারত। আর ৩ ম্যাচ খেলে ২টিতে জয় তুলে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিতে উঠেছে আফগানিস্তান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বাংলাদেশ সেমিফাইনাল

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর