Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্টে রোহিত নেই, অবাক সৌরভ-হরভজন


২ অক্টোবর ২০১৮ ১২:২৮ | আপডেট: ২ অক্টোবর ২০১৮ ১২:৩১

।। স্পোর্টস ডেস্ক ।।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে ভারত। তবে এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের পরও ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পাননি ডানহাতি ব্যাটসম্যান রোহিত শর্মা। তার স্কোয়াডে জায়গা না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন ভারতের সাবেক দুই ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ও হরভজন সিং।

এশিয়া কাপে রোহিত শর্মার নেতৃত্বে শিরোপা জিতেছে ভারত। এই সিরিজে ২টি অর্ধশতক ও একটি শতক আছে রোহিতের। তবে এর আগে আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টে ১০, ১১, ১০ এবং ৪৭ রানের ইংনিস খেলেন রোহিত। এমন পারফরম্যান্সের কারণে শেষ ম্যাচ জায়গা হয়নি তার।

জাতীয় দলের জার্সিতে ২০১৩ সালে টেস্ট অভিষেক হয় রোহিতের। সবমিলিয়ে ২৫ টেস্টে ৩টি শতক ও ৯টি অর্ধশতকসহ রোহিতের আছে ১ হাজার ৪৭৯ রান।

৪ অক্টোবর (বৃহস্পতিবার) শুরু হবে উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজ। এই সিরিজে ১৫ জনের দলে জায়গা হয়নি রোহিত। রোহিতের দলে না থাকায় অবাক হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও সাবেক স্পিনার হরভজন সিং।

ভারতের টেস্ট স্কোয়াড ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেন সৌরভ। সেখানে তিনি লেখেন, ‘রোহিত এবং দলের দারুণ জয় ছিল। তুমি অন্যদের চেয়ে আলাদা রোহিত। তবে টেস্ট দলে তোমার নাম খুঁজে না পেলে অবাক হই, সেই দিন বেশি দূরে নয়।’

টুইটারে পোস্ট করে হরভজন সিং লেখেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে রোহিত নেই। নির্বাচকরা আসলে কি চিন্তা করেছে? কারো কাছে এর ব্যাখ্যা আছে? আমি বুঝতে পারছি না, আমাকে জানান।’

বিজ্ঞাপন

৪ অক্টোবর রাজকোটে প্রথম টেস্ট শুরুর পর দ্বিতীয় টেস্ট হায়দারাবাদে শুরু হবে ১২ অক্টোবর।

সারাবাংলা/এসএন

ওয়েস্ট ইন্ডিজ-ভারত টেস্ট রোহিত শর্মা সৌরভ গাঙ্গুলি হরভজন সিং

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর