Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যানসিটিতে আসছেন না এমবাপে


২ অক্টোবর ২০১৮ ১১:৩২ | আপডেট: ২ অক্টোবর ২০১৮ ১১:৩৩

।। স্পোর্টস ডেস্ক ।।

গুজন উঠেছিল, জানুয়ারিতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে আসবেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। তবে সেই গুঞ্জন এবার উড়িয়ে দিলেন সিটি কোচ পেপ গার্দিওলা।

চলতি সপ্তাহেই গুঞ্জন উঠেছিল, সিটি কোচ নাকি আগ্রহ দেখিয়েছিলেন ফরাসি এই ফরোয়ার্ডকে নিয়ে। তবে মঙ্গলবার (২ অক্টোবর) চ্যাম্পিয়নস লিগে হফেনহেইমের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গার্দিওলা জানিয়েছেন, এমবাপেকে দলে টানার কোনো পরিকল্পনা নেই তাদের।

সিটি ফরোয়ার্ড রহিম স্টারলিংকে ছেড়ে দিয়ে এমবাপেকে দলের টানবে এমন খবরই প্রকাশ করেছিল। তবে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘এমন কিছুই হবে না। মাঝেমাঝে এসব খবর কিভাবে আসে আমি জানি না।’

অবশ্য এমবাপেকে দলে আনতে যে বেশ খরচ করতে হবে সেটাই মনে করিয়ে দিলেন সিটি কোচ, ‘এমবাপেকে আনার জন্য অনেক খরচ করতে হবে। এমবাপেকে আনতে যতো টাকা খরচ করতে হবে, সেটা ম্যানসিটি খরচ করবে না।’

অবশ্য, পিএসজিও এমন খেলোয়াড়কে ছাড়বে না বলে মনে করেন সিটি কোচ, ‘অবশ্য আমি মনে করি, পিএসজি এমন খেলোয়াড়কে আগামী বছর ছাড়বে না। এমবাপেও আসবে না, আমরাও রহিম (স্টারলিং) বা বড় খেলোয়াড়দের ছাড়বো না।’

সারাবাংলা/এসএন

কিলিয়ান এমবাপে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর