Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক নম্বরে উঠে এলেন রশিদ


৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৮:০৩ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৮:০৮

।। স্পোর্টস ডেস্ক ।।

ওয়ানডে ক্রিকেটে শীর্ষ অলরাউন্ডারের জায়গাটা ছিল বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দখলে। এবার এশিয়া কাপ আসরের পর সেই জায়গাটাই হারাতে হলো সাকিবকে। এবার ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এক নম্বরে উঠে এলেন আফগানিস্তানের স্পিন অলরাউন্ডার রশিদ খান।

এশিয়া কাপের এবারের আসরে দুর্দান্ত খেলে আসরের ফাইনালে ভারতের বিপক্ষে শেষ বলে হেরে রানার্স-আপ হয়েই ফিরতে হয়েছে বাংলাদেশকে। আসরের পর ওয়ানডের নতুন র‍্যাংকিং তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা (আইসিসি)।

আঙুলের ইনজুরির কারণে বছরের শুরু থেকেই বেশকটি ম্যাচসহ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হয়নি সাকিবের। যে কারণে প্রভাব পড়েছে তার র‍্যাংকিংয়ে। এশিয়া কাপের এই আসরে ছয় ম্যাচের শেষ দুই ম্যাচেও খেলা হয়নি তার। আসরে ৪ ম্যাচে বল হাতে ৪ উইকেট ও ব্যাট হাতে ৪৯ রান করেন এই বাঁহাতি অলরাউন্ডার।

অন্যদিকে, পাঁচ ম্যাচ খেলে বল হাতে ১০ উইকেটসহ ব্যাট হাতে ৮৭ রান তুলেছেন আফগান অলরাউন্ডার রশিদ। এই পারফরম্যান্সের কারণে ৬ ধাপ এগিয়ে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন এই লেগ স্পিনার। ৩৪১ রেটিং নিয়ে অলরাউন্ডার তালিকায় এক ধাপ পিছিয়ে পড়লেন সাকিব। তার চেয়ে ১২ রেটিং বেশি নিয়ে (৩৫৩) এক নম্বরে উঠে এসেছেন ২০ বছর বয়সী রশিদ।

ওয়ানডেতে বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। ব্যাটসম্যান র‍্যাংকিংয়ে সবার ওপরে আছেন বিরাট কোহলি।

সারাবাংলা/এসএন

আফগানিস্তান রশিদ খান র‍্যাংকিং

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর