‘আমার গোলটাই অনেক সুন্দর ছিল’
৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০১ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২২
।। স্পোর্টস ডেস্ক ।।
ফিফার বর্ষসেরা গোল নির্বাচিত হয়েছে মোহাম্মদ সালাহ’র গোল। যা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার বর্ষসেরা গোল নিয়ে কথা বলেছেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। মিশরীয় তারকার গোলের চেয়ে নিজের গোলকেই এগিয়ে রাখছেন পর্তুগিজ ফরোয়ার্ড।
ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের সেরা তিনজনের তালিকায় ছিলেন সিআর সেভেন খ্যাত রোনালদো। তবে এবার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারটি এসেছে ক্রোয়েশিয়ান তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচের হাতে। সেরা গোলের তালিকাতেও ছিল জুভেন্টাসের বিপক্ষে রোনালদোর বাইসাইকেল কিক থেকে করা গোল।
এ বছর সেরা মনোনয়নপ্রাপ্ত ১০টি গোলোর মধ্যে ছিল রোনালদোর গোল ছাড়াও লিভারপুলের বিপক্ষে গ্যারেথ বেলের বাইসাইকেল কিক থেকে করা গোলসহ তালিকায় ছিল আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসির গোলও। তবে সবাইকে টপকে বর্ষসেরা গোলের ‘পুসকাস অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছেন সালাহ। লিভারপুলের হয়ে গত ডিসেম্বরে এভারটনের বিপক্ষে মিশরীয় এই তারকার করা গোলটি ভোটারদের ভোটে এবারের বর্ষসেরা গোল হিসেবে নির্বাচিত হয়।
অবশ্য রোনালদো, বেল আর মেসি ছাড়াও রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্স তারকা বেঞ্জামিন পাভার্ডের দর্শনীয় গোলকে ছাড়িয়ে সালাহ’র পাওয়া পুরস্কারে বিস্মিত হয়েছেন অনেকেই। অনেকের মতো এমন বিস্ময় জন্ম দিয়েছে রোনালদোর মনেও। অবশ্য ফিফার এই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন রোনালদো।
প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে এভার্টনের বিরুদ্ধে সালাহ’র নেয়া গোলটিই এবারের ফিফা বর্ষসেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে। সালাহ’র গোলের সঙ্গে নিজের গোলের তুলনা করে ৩৩ বছর বয়সী রোনালদো বলেন, ‘পুসকাস অ্যাওয়ার্ড পাওয়ার জন্য সালাহ যোগ্য একজন। তবে সত্যি কথা বলতে, এটা মিথ্যা নয় যে আমার গোলটা ওর গোলের চেয়েও সুন্দর ছিল। আমি এ নিয়ে হতাশ নই, এটাই জীবন, মাঝেমাঝে আমরা জিতে যাই এবং অন্যরা হেরে যাই।’
তবে ফলাফল যাই হোক, নিজের পারফরম্যান্স ভালোভাবে ধরে রাখতেই লড়াই করে যাচ্ছেন রোনালদো, ‘১৫ বছরের ক্যারিয়ারে নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছি।’
শনিবার (২৯ সেপ্টেম্বর) ইতালিয়ান সিরি’আ লিগে ঘরের মাঠে নাপোলির বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জুভেন্টাস বড় জয়ের দিনে গোলের দেখা মেলেনি রোনালদোর। তবে পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন পর্তুগিজ এই তারকা। এই ম্যাচে জোড়া গোল করেন মারিও মান্দজুকিচ। আর একটি গোল করেন লিওনার্দো বোনুচ্চি।
ম্যাচের ১০ মিনিটে ড্রিস মার্টেন্স গোল করলে পিছিয়ে পড়ে জুভিরা। তবে ২৬ মিনিটে রোনালদোর সহায়তায় মানজুকিচ গোল করেন। ৪৯ মিনিটে আবারো গোল করেন মানজুকিচ। এই গোলেও সহায়তা করেন সিআর সেভেন। এরপর ৭৬ মিনিটে রোনালদোর হেড গোল করেন বোনুচ্চি।
সিরি আ’তে এই মৌসুমে ৭ ম্যাচে সবকটিতে জয় তুলে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে জুভেন্টাস। ৫ ম্যাচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নাপোলি। প্রথম তিন ম্যাচে গোল না পেলেও এ নিয়ে ৭ ম্যাচে ৩টি গোল ও ৪টি গোলে সহায়তা আছে রোনালদোর। ইংলিশ লিগ, স্প্যানিশ লিগের পর এবার ইতালিয়ান লিগেও নিজেকে মেলে দিচ্ছেন পর্তুগিজ তারকা।
সারাবাংলা/এসএন