উইকেটের সঙ্গে মানিয়েই খেলতে হবে: মাশরাফি
২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৬ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ২০:১৪
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় দুবাইতে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচকে সামনে রেখে কথা বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
দুবাইয়ের মাঠে লঙ্কানদের হারিয়ে এবারের মিশন শুরু করেছিল বাংলাদেশ। এরপর সুপার ফোরের প্রথম ম্যাচে একই মাঠে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের। এই মাঠেই ভারতের বিপক্ষে ফাইনালে নামতে হবে বাংলাদেশকে। তাই মাঠের উইকেট নিয়ে মিশ্র অনুভূতির কথা জানিয়েছেন মাশরাফি, ‘যখন পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া খেলল তখন একেবারে ফ্ল্যাট উইকেট ছিল। আবার যখন আফগানিস্তানের সঙ্গে ইন্ডিয়া খেলল তখন দেখেছি উইকেটে টার্ন হচ্ছে। নবীর (মোহাম্মদ নবী) বলেও টার্ন হয়েছে। রশিদ খান ও মুজিবের বল বুঝা গেছে, কিন্তু নবীর বলে টার্ন হয়েছে। তাই উইকেট নিয়ে কিছুটা মিশ্র অনুভূতি হচ্ছে।’
তবে এ নিয়ে খুব একটা ভাবতে চাইছেন না বাংলাদেশ অধিনায়ক। উইকেট যেমনি হোক, উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তিনি, ‘আমরা যে দুইটা ম্যাচ খেলেছি, খুব একটা বোঝার সুযোগ পাইনি। কারণ দ্রুট উইকেট পড়ে গেছে। ১৭৩ রানে অল আউট হয়েছি (ভারতের বিপক্ষে)। আরেকটা ম্যাচে (শ্রীলঙ্কার বিপক্ষে) মুশফিক আর মিঠুন মিলে ব্যাটিং করেছে। এ কারণে মিশ্র অনুভূতি হচ্ছে। তবে যেটাই হোক, সেটার সঙ্গে মানিয়েই খেলতে হবে।’
তামিম ইকবালের পর ফাইনালে পাওয়া যাচ্ছেনা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও। ইনজুরির কারণে দেশে ফিরেছেন দেশসেরা এই অলরাউন্ডার। এ নিয়ে অবশ্য কিছুটা চিন্তা করতে হচ্ছে মাশরাফিকে, ‘আসলে সাকিব থাকলে চিন্তার সুযোগ ছিল না। সাকিব নাই এটা একটা চিন্তার বিষয়ও।’
সারাবাংলা/এসএন