বাংলাদেশকে সমর্থন দিয়েছে জুনিয়র মুশফিকও
২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২৪ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০১
।। স্পোর্টস ডেস্ক ।।
এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে বুধবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তানকে হারিয়ে আসরের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এদিন ম্যাচের সেরা ইনিংস খেলেন বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার ব্যাটে ভর করেই জয় এসেছে টাইগারদের। দলের জয়ের দিনে বাংলাদেশকে সমর্থন দিয়েছে মুশফিকের ছেলে মোহাম্মদ শাহরোজ রহিম মায়ানও।
এবছরের ফেব্রুয়ারিতে জন্ম হয়েছিল মায়ানের। বয়স এখনো বছর পার হয়নি। তাতে কি! এই বয়সেই দেশের জার্সি গায়ে জড়ানো। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে ছেলের একটি ছবি পোস্ট করেন মুশফিক। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার সুপারহিরো গতরাতের ম্যাচে টিম টাইগারকে সাপোর্ট করেছে।’
এশিয়া কাপ আসরে ইনিজুরি নিয়েই লড়াই করে যাচ্ছেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ১৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মুশফিক। এশিয়া কাপে সর্বোচ্চ ইনিংসের দিক থেকে এটি দ্বিতীয়। পাকিস্তানের বিপক্ষে বুধবারের (২৫ সেপ্টেম্বর) ম্যাচে মাঠে নেমে শতকের একেবারে কাছে গিয়েই ৯৯ রানে ফিরতে হয় মুশফিককে। তবে এদিন তার শতক মিস করলেও দলের জয় হাতছাড়া হয়নি বাংলাদেশের।
সারাবাংলা/এসএন