আফগান লিগে তাসকিন
২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০১ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩৭
।। স্পোর্টস ডেস্ক ।।
প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগের আয়োজন করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এ বছরের অক্টোবরেই শুরু হচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) আসর। যেখানে সিলভার ক্যাটাগোরিতে কান্দাহার নাইটের হয়ে খেলবেন বাংলদেশি পেসার তাসকিস আহমেদ।
চলতি এশিয়া কাপে দলে জায়গা হয়নি তাসকিনের। আফগান লিগের নিলামে খেলোয়াড় ড্রাফটে ছিলেন। তবে এর আগে গত ১০ সেপ্টেম্বরের নিলামে দল পাননি বাংলাদেশি এই পেসার। বুধবার (২৬ সেপ্টেম্বর) ৩০ হাজার ডলারে তাকে দলে নিয়েছে কান্দাহার নাইট। যার বাংলাদেশি মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
নিজেদের ক্রিকেট আর ক্রিকেটারদের এগিয়ে নিতেই সংযুক্ত আরব আমিরাতে বসবে আফগানিস্তানের এই টুর্নামেন্টের এই আয়োজন। প্রথমারের মতো এই আসরে খেলবে ৫টি দল। আগামী ৫ অক্টোবর থেকে আসরটি বসবে সংযুক্ত আরব আমিরাতে, চলবে ২১ অক্টোবর পর্যন্ত। ১৯ দিনে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আয়োজন। এর আগে এসিবির প্রধান নির্বাহী শফিক স্তানিকজাই জানিয়েছেন, এই আয়োজনের উদ্দেশ্য থাকবে বিশ্বের সেরা তিনটি লিগের তালিকায় এপিএলকে নিয়ে আসা।
সারাবাংলা/এসএন