Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামবে ভারত-আফগানিস্তান


২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৩:০৬ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৪:২২

।। স্পোর্টস ডেস্ক ।।

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত-আফগানিস্তান। আগের দুই ম্যাচে হেরে আসর থেকে ছিটকে পড়েছে আফগানিস্তান। তাই নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামতে হবে আফগানদের। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩০ মিনিটে দুবাইতে শুরু হবে ম্যাচটি।

আগের দুই ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে হারের পর বাংলাদেশের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও হেরেছে আফগানরা। তাই এই ম্যাচ জয় পেলেও ফাইনালে যাওয়ার কোনো সুযোগ থাকবে না রশিদ-নবীদের।

ভারত আফগানিস্তানের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। ম্যাচ লাইভ দেখতে ভিজিট করুন: https://www.rabbitholebd.com/

সুপার ফোরে দুই ম্যাচ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত। দুই ম্যাচের ১টিতে জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে পাকিস্তান। অন্যদিকে, দুই ম্যাচের ১টি জয়ে পাকিস্তানের চেয়ে রান রেটে পিছিয়ে থাকার কারণে টেবিলের তিনে আছে বাংলাদেশ। আর দুই ম্যাচের দুটিতেই হেরে টেবিলের চারে আছে আফগানিস্তান।

ভারত ও আফগানিস্তানের ম্যাচের পর সুপার ফোরের শেষ ম্যাচে বুধবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলেই আসরের ফাইনালে খেলবে বাংলাদেশ।

সারাবাংলা/এসএন

আফগানিস্তান এশিয়া কাপ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর