Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলফলকের পর দোয়া চাইলেন মাশরাফি


২৫ সেপ্টেম্বর ২০১৮ ১২:১৬ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১২:১৮

।। স্পোর্টস ডেস্ক ।।

ক্যারিয়ারটা শুরু করেছিলেন ২০০১ সালে। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় এখন তিনি। অবশ্য অভিজ্ঞতা দিয়েই তো টিকে আছেন এতগুলো বছর। তবে, শুধু অভিজ্ঞতার কথা বললে অনেকটা ভুল হবে, মাশরাফি বিন মর্তুজা তো দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মনের জোরেই টিকে আছেন। তা না হলে এতবার ইনজুরিতে পড়ে অস্ত্রোপচারের পরও অদম্য সাহস দেখিয়েই মাঠে ফিরেছেন। দেখিয়ে চলেছেন নানা চমকও।

বিজ্ঞাপন

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২টি উইকেট তুলে প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মাশরাফি। এর আগে টপকে গেছেন পাকিস্তানি গতিদানব খ্যাত শোয়েব আখতারকেও।

আফগানদের বিপক্ষে জয়ের ম্যাচে মাইলফলক ছোঁয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করেন ম্যাশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেইজে তিনি লেখেন, ‘দেখতে দেখতে অনেকটা পথ পার হয়ে আসলাম। ২০০১ সালে যখন আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করেছিলাম, তখন মনে মনে শুধু একটাই প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন খেলব দেশের জন্য খেলব। কিন্ত মাঝ পথে বার বার পা দু’টা সঙ্গ ছেড়ে দিচ্ছিল। যতবার ইনজুরিতে পরেছি ততবার মনে হয়েছে এবার মনে হয় আর পারবো না। কিন্ত যখনি গ্যালারী ভর্তি মানুষের চিৎকার শুনি, তখনি পা দু’টাকে বলি তৈরি হও, কারণ আমি আবার মাঠে নামবো।’

এমন ইচ্ছাশক্তির কারণেই হয়তো সমর্থকদের মন জয় করে চলেছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। একারণেই সমর্থকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি দোয়া চেয়েছেন তিনি, ‘যেকোনো প্রাপ্যই অনেক আনন্দের। আজ আমি ওয়ানডে ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলাম। এটা সম্ভব হয়েছে আপনাদের ভালবাসার জন্য। তাই আপনাদের সকলের প্রতি রইল আমার ভালোবাসা ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে যেতে চাই আরো অনেকটা পথ। দোয়া করবেন সবাই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

২৫০ উইকেট এশিয়া কাপ মাইলফলক মাশরাফি বিন মর্তুজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর