সেরা গোল সালাহ’র
২৫ সেপ্টেম্বর ২০১৮ ১১:৩৬ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১২:২০
।। স্পোর্টস ডেস্ক ।।
ফিফার নতুন প্রবর্তন করা ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারটির সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ছিলেন মিশরীয় তারকা মোহাম্মেদ সালাহ। তবে দু’জনকে টপকে সেই পুরস্কার জিতেছেন নিয়েছেন মদ্রিচ। অন্যদিকে, বর্ষসেরা খোলোয়াড়ের পুরস্কারটা না পেলেও বর্ষসেরা গোলের পুরস্কারটা জিতে নিয়েছেন সালাহ।
এবারের বছর সেরা মনোনয়নপ্রাপ্ত ১০টি গোলোর মধ্যে ছিল জুভেন্টাসের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর বাইসাইকেক কিক থেকে নেয়া গোল আর লিভারপুলের বিপক্ষে গ্যারেথ বেলের বাইসাইকেল কিকের গোল। এছাড়াও এই তালিকায় ছিল আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসির গোলও। তবে সবাইকে টপকে বর্ষসেরা গোলের ‘পুসকাস অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছেন সালাহ। লিভারপুলের হয়ে গত ডিসেম্বরে এভারটনের বিপক্ষে মিশরীয় এই তারকার করা গোলটি ভোটারদের ভোটে এবারের বর্ষসেরা গোল হিসেবে নির্বাচিত হয়।
অবশ্য রোনালদো, বেল আর মেসি ছাড়াও রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্স তারকা বেঞ্জামিন পাভার্ডের দর্শনীয় গোলকে ছাড়িয়ে সালাহ’র পাওয়া পুরস্কারে বিস্মিত হয়েছেন অনেকেই।
সারাবাংলা/এসএন