Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ হাজার রানের ক্লাবে মুশফিক


২৩ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৪২ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৪৮

।। স্পোর্টস ডেস্ক ।।

নতুন মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশ দলের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে পাঁচ হাজার রানের ক্লাবে পৌঁছে গেছেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

বাংলাদেশের জার্সিতে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েন মুশফিক। আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে এই মাইলফলক ছুঁতে তার দরকার ছিল ৭ রান। এর আগে ওপেনার তামিম ইকবাল ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছুঁয়েছিলেন পাঁচ হাজার রানের মাইলফলক।

ওয়ানডেতে ১৯০তম ম্যাচে মাঠে নেমে এই মাইলফলক ছুঁয়েছেন মুশফিক। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রানের ইনিংস খেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সেটিই মুশফিকের ক্যারিয়ার সেরা ইনিংস।

সারাবাংলা/এসএন

ওয়ানডে পাঁচ হাজার রান বাংলাদেশ মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর