জন্মদিনে রশিদের সামনে টাইগাররা
২০ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৪৬ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৪৯
।। স্পোর্টস ডেস্ক ।।
সময়টা বেশ ভালোই যাচ্ছে আফগানিস্তান স্পিনার রশিদ খানের। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছেন আফগান এই বোলার। তাও আবার নিজের ২০তম জন্মদিনের দিন।
এশিয়া কাপ আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোর নিশ্চিত করেছে আফগানরা। লঙ্কানদের বিপক্ষে ২৬ রান খরচায় সেদিন ২ উইকেট নেন রশিদ। বৃহপতিবার ২০ বছর পূর্ন হওয়া রশিদের সামনে থাকছে বাংলাদেশের বিপক্ষে ভালো পারফরম্যান্স করার সুযোগ।
টি-টোয়েন্টিতে বোলিং র্যাংকিংয়ে শীর্ষে থাকা রশিদ ওয়ানডেতে আছেন দ্বিতীয় স্থানে। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর থেকে এপর্যন্ত ৪৭ ম্যাচে ১১০ উইকেট আছে তার ঝুলিতে। টি-টোয়েন্টিতে ৩৫ ম্যাচে ৬৪ উইকেট তুলেছেন ওয়ানডের বোলিং র্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে থাকা এই স্পিনার।
সারাবাংলা/এসএন