‘হংকংয়ের বিপক্ষে ম্যাচ থেকে শিক্ষা নেবে ভারত’
১৯ সেপ্টেম্বর ২০১৮ ১২:৫০ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৩:০০
।। স্পোর্টস ডেস্ক ।।
এশিয়া কাপের ১৪তম আসরে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নেমে জয় পেয়েছে ভারত। তবে এই ম্যাচে বেশ ঘাম ঝরাতে হয়েছে রোহিত শর্মার দলকে। ম্যাচশেষে ভারতীয় দলের এই অধিনায়ক জানিয়েছেন, এই ম্যাচে নিজেদের ভুল থেকেই শিক্ষা নেবে ভারত।
হংকংয়ের ইনিংসের শুরুটা ছিল অসাধারণ। তবে ম্যাচের শেষদিকে দারুণ বোলিংয়ে ম্যাচে ফিরেছে ভারত। আর এই ম্যাচে বোলারদেরও বেশ অভিজ্ঞতা হয়েছে বলে মনে করছেন রোহিত, ‘আমরা সবসময়ই জানতাম এটা খুব বেশি সহজ হবেনা। কোনো অজুহাত দেয়া ঠিক হবেনা। এই টুর্নামেন্টে অনেক শেখার আছে এবং আমাদের ছেলেরাও শিখবে। তবে ম্যাচের শেষদিকেই আমরা খেলায় ফিরেছি।’
হংকংয়ের ব্যাটসম্যানদের বিপক্ষে শুরুটা ভালো না হলেও শেষদিকে বোলারদের কারণেই ম্যাচ ভারতের নিয়ন্ত্রণে এসেছিল বলেই জানালেন রোহিত, ‘যখন ম্যাচ কঠিন হতে থাকে, তখন দুই একজন ভালো করতে থাকে। এই ম্যাচ থেকে আমাদের বোলাররা শিক্ষা নিতে পারে। শিখর (শিখর ধাওয়ান) ইতিবাচক খেলা দেখিয়েছে। এটা একেবারেই সহজ ছিল না। আম্বাতিও (আম্বাতি রাউডু) দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছে। খলিলের অভিষেকটা ছিল দুর্দান্ত। ম্যাচের শুরুতে তার ভালো না হলেও শেষের দিকে সে নিজেকে ঠিকই মেলে ধরতে পেরেছে।’
তবে ভারতের বোলিং আরো ভালো হতে পারতো বলেই মনে করেন অধিনায়ক রোহিত, ‘প্রথম উইকেটে ওরা (হংকং) ১৭৪ রানের জুটি গড়বে, এটা মাথায় আসেনি। তবে ওরা খুব ভালো খেলেছে, আর অবশ্যই আমাদের বোলারদের আরো ভালো করা উচিৎ ছিল। তবে ব্যাটসম্যানরা ভালোই খেলেছে।’
হংকংয়ের বিপক্ষে ম্যাচে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে ভারত। এই ম্যাচে জয় তুলে আসরের সুপার ফোর নিশ্চিত করেছে তারা। তবে এবার লক্ষ্য থাকছে পাকিস্তানের ম্যাচ ঘিরেই। বুধবার (১৯ সেপ্টেম্বর) দুবাইতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়েই পরিকল্পনা করছেন রোহিত, ‘এই ম্যাচে আমরা চাপ নিয়ে খেলেছি, এটা আমাদের জন্য ভালোই হয়েছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আমাদেরকে বড় চাপ সামলাতে হবে। তাই এই ম্যাচটা আমাদের জন্য ভালো ছিল।’
বুধবার বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩০ মিনিটে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। এশিয়া কাপের ম্যাচ দেখতে ওয়েবসাইটটি ভিজিট করুন:
https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএন