Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়ল জাতীয় লিগের ভেন্যু


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫০ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৪৬

স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের ভেন্যু গত বছর কমে এসেছিল পাঁচটিতে। এই বছর ঢাকার বাইরের আরও তিনটি ভেন্যু বেড়েছে, সর্বমোট আটটি ভেন্যুতে হচ্ছে জাতীয় লিগ। ১ অক্টোবর শুরু হওয়ার পর ছয় রাউন্ডের এই টুর্নামেন্ট শেষ হবে ৯ নভেম্বর।

রাজশাহী, খুলনা, সিলেট ও কক্সবাজার আগে থেকেই ভেন্যু ছিল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতবার জাতীয় লিগ হয়েছিল, এই বছর এই স্টেডিয়াম ওই সময় ব্যস্ত থাকবে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ আয়োজনে। নতুন ভেন্যু হিসেবে যোগ হয়েছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, বরিশাল বিভাগীয় স্টেডিয়াম, রংপুর ক্রিকেট গার্ডেন ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। ঢাকার কোনো ভেন্যুতে খেলা হচ্ছে না এবারও।

ডাবল লিগ পদ্ধতিতে দুইটি টিয়ারের চারটি দল নিজেদের মধ্যে দুইবার করে মুখোমুখি হবে। খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশাল আছে টিয়ার ওয়ানে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা মেট্রোপলিটান থাকছে দ্বিতীয় টিয়ারে। মৌসুম শেষে দ্বিতীয় টিয়ারের চ্যাম্পিয়ন দল প্রথম টিয়ারে উঠে যাবে, আর প্রথম টিয়ারের চতুর্থ দল নেমে যাবে দ্বিতীয় টিয়ারে।

অক্টোবর-নভেম্বর জুড়েই বাংলাদেশ দল জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজে ব্যস্ত থাকবে। জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়ার সম্ভাবনা এবারও তাই ক্ষীণই।

সারাবাংলা/এএম/এন

জাতীয় ক্রিকেট লিগ ভেন্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর