Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কিছুটা চিন্তায় ছিলাম’


১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১১

।। স্পোর্টস ডেস্ক ।।

জুভেন্টাসের জার্সিতে প্রথম গোল পেতে বেশ অপেক্ষায় থাকতে হয়েছে পর্তুগিজ তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোকে। রিয়াল থেকে নতুন ক্লাবে এসে গোলের খাতা খুলতে বেশ অপেক্ষা করতে হয়েছে তাকে। তবে এই গোল পেতে যে বেশ মরিয়া ছিলেন, সেটাই বললেন সিআর সেভেন।

রিয়াল মাদ্রিদে ৯ মৌসুম কাটিয়ে এবার ইতালির সিরি আ চ্যাম্পিয়ন্স জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো। এই মৌসুমে লিগের প্রথম তিন ম্যাচ খেললেও জুভিদের জার্সিতে অভিষেক গোলের দেখা পাননি। অবশেষে সেই গেরো কাটলো। সাসৌলোর বিপক্ষে নিজের চতুর্থ ম্যাচে নেমে প্রথম গোলের দেখা পেলেন রোনালদো।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রোনালদো ম্যাচের ৫০তম মিনিটে গোল করেন সিআর সেভেন। এই গোল দিয়েই সিরি আ’তে নিজের ঝুলিতে প্রথম গোল তুলে নিলেন রোনালদো। এই গোলের জন্য যে বেশ মরিয়া হয়েছিলেন সেটাই জানালেন পর্তুগিজ ফরোয়ার্ড, ‘সত্যি বলতে প্রথম গোল পেতে মরিয়া হয়ে ছিলাম এবং জালে বল জড়িয়ে আমি বেশ খুশি। অবশ্যই গোল না পাওয়ার কারণে কিছুটা চিন্তায় ছিলাম। তবে, আমাকে সমর্থন দেয়ার কারণে সতীর্থদের ধন্যবাদ জানাই।’

শুরু থেকেই রোনালদোকে মাঝমাঠে খেলতে দেখা যায়। এরপর ম্যাচের ৬৫ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি পেয়ে যান তিনি। তার জোড়া গোলেই ম্যাচে তিন পয়েন্ট পায় জুভেন্টাস। দলকে জয় এনে দিয়ে বেশ খুশি এই ফরোয়ার্ড, ‘আমাদের শুরুটা ভালো ছিল, আমিও বেশ খুশি। সাসৌলোর ডিফেন্স অনেকে ভালো ছিল, তবে আমাদের পারফরম্যান্সের কথা বললে জয়টা আমাদেরই প্রাপ্য। এটাই ফুটবল। গুরুত্বপূর্ন ব্যাপার হচ্ছে আমরা ম্যাচ জিতেছি।’

ইতালিয়ান লিগে নিজেকে মানিয়ে নিতে বেশ খাটতে হয়েছে সিআরস সেভেনকে। নিজের মুখেই সেটা বললেন তিনি, ‘আমি জানি, আমি ভাল করার জন্য কাজ করেছি। তবে এটা ছিল সময়ের ব্যাপার। ইতালিয়ান ফুটবলের সঙ্গে নিজেকে ভালভাবেই মানিয়ে নিতে পারছি।’

বিজ্ঞাপন

বুধবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মাঠে নামবে জুভেন্টাস। আপাতত এই ম্যাচের দিকেই এবার লক্ষ্য থাকছে শেষ তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতা রোনালদোর।

সারাবাংলা/এসএন

ক্রিস্টিয়ানো রোনালদো গোল জুভেন্টাস

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর