Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিপিএলের সেমিতে মাহমুদউল্লাহর দল


১৩ সেপ্টেম্বর ২০১৮ ১২:২১ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১২:২৩

।। স্পোর্টস ডেস্ক ।।

জয়টা একেবারেই সহজ ছিলনা। শেষ ওভারে হাতে যখন ৩টি উইকেট, তখন জয়ের জন্য দরকার ছিল ১৫ রান। জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে এই ম্যাচের শেষদিকে রুদ্ধশ্বাস জয়টাই তুলে নিয়েছে মাহমুদউল্লাহর দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। আর তাতেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সেমিতে পৌঁছে গেছে সেন্ট কিটস।

তবে এই ম্যাচে দলে ছিলেন না বাংলাদেশ দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ। সিপিএলের এবারের আসরের প্রথম পর্ব শেষ করে এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে চলে গেছেন তিনি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) প্লে-অফের ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার গ্লেন ফিলিপসের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে জ্যামাইকা তালাওয়াস। ৬৩ বলে ৯ চার ও ৬ ছক্কায় ১০৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলের বড় সংগ্রহ এনে দেন তিনি। জবাবে শেষ ওভারে ১ বল হাতে রেখে দুই উইকেটের জয় পায় সেন্ট কিটস।

জয়ের লক্ষ্যে মাঠে নেমে শেষদিকে বিপাকে পড়ে সেন্ট কিটস। শেষ দুই ওভারে দরকার ছিল ২৭ রান। তবে শেষ ওভারে সেই লক্ষ্য নেমে আসে ১৫ রানে। শেষ ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকান কার্লোস ব্রাফেট। তবে পরের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তবে এরপর রভমান পাওয়েল টানা তিনটি ওয়াইড দেওয়ার পর শেষ দুই বলে দরকার ছিল ৫ রান। ১ বল হাতে রেখেই ছক্কা হাঁকিয়ে জয়টা নিজেদের করে নেন কাটিং।

সেমিফাইনালে (দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ) ত্রিনবাগো নাইট রাইডার্সকে হারাতে পারলেই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ১৬ সেপ্টেম্বরের ফাইনাল খেলবে সেন্ট কিটস।

সারাবাংলা/এসএন

মাহমুদউল্লাহ সিপিএল সেন্ট-কিটস সেমিফাইনালে সেন্ট কিটস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর