Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবহাওয়ার ব্যাপারটাকে ইতিবাচকভাবেই নিচ্ছি: মাহমুদউল্লাহ


১২ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৪৮

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

আরব আমিরাতে শনিবার (১৫ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। এর আগে নিজেদের প্রস্তুতি সারছে দলের খেলোয়াড়রা। তবে দেশটির তীব্র গরম ও আদ্রতার সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ইতোমধ্যে আরব আমিরাতে পৌঁছে নিজেদের প্রস্তুতি নিচ্ছে মাহমুদউল্লাহ-সাকিবরা। তবে মাঠের প্রস্তুতির পাশাপাশি দেশটির আবহাওয়ার সঙ্গেও মানিয়ে নিতে হচ্ছে তাদের। কিন্তু আবহাওয়ার ব্যাপারটাকে ইতিবাচকভাবেই নিচ্ছেন বলে জানালেন মাহমুদউল্লাহ, ‘এই মুহূর্তে এখানকার আবহাওয়ায় আদ্রতা বেশি। তবে একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমাকে এর সাথে মানিয়ে চলতে হবে এবং খেলতে হবে। আমরা আবহাওয়ার ব্যাপারটাকে ইতিবাচকভাবে নিচ্ছি।’

শ্রীলঙ্কার বিপক্ষে আসরের প্রথম ম্যাচ নিয়ে বেশ আশাবাদী মাহমুদউল্লাহ। তবে জয়ের জন্য নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে বলে মনে করেন বাংলাদেশ দলের এই অলরাউন্ডার, ‘শ্রীলঙ্কার সাথে আমাদের দারুণ কিছু স্মৃতি আছে। তবে শ্রীলঙ্কা শক্তিশালী দল এবং তারা খুব ভালো ক্রিকেট খেলছে। তাদের হারাতে হলে আমাদের সেরাটা খেলতে হবে। আমরা দেশে থাকতে খুব ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি ভালো কিছু করতে পারবো।’

সবকটি ম্যাচ নিয়ে আলাদা আলাদা পরিকল্পনা করছে টাইগাররা। তাই ভালো খেলা উপহার দিতে নিজেকেও প্রস্তুত করছেন মাহমুদউল্লাহ, ‘ব্যক্তিগতভাবে এশিয়া কাপে কিছু করার চেষ্টা করবো। দলের জন্য অবদান রাখতে পারলে ভালো লাগে, সেই ভালো লাগা আরো বেড়ে যায় যদি দল জেতে। আমি ব্যাপারটাকে সহজভাবে দেখতে চাই এবং যতটা সম্ভব পারফর্ম করতে চাই। সত্যি কথা বলতে, সবগুলো দলই এখন ভালো ক্রিকেট খেলছে। প্রতিটি দলই গুরুত্বপূর্ণ, সুতরাং স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই। আর আমরা পুরো আসরকে একটা একটা ম্যাচে ভাগ করে চিন্তা করতে চাই। এতে প্রথম দিকে ভালো কিছু করতে পারবো।’

বিজ্ঞাপন

তবে, দলের ভালো খেলার জন্য মাঠে সমর্থকদের সাপোর্টের কথাও বললেন মাহমুদউল্লাহ, ‘এখানে প্রচুর বাংলাদেশি নাগরিক থাকেন। সুতরাং অনেক বেশি সমর্থন পাবো বলেই বিশ্বাস করছি। আশা করি তারা মাঠে আসবেন, আমাদের সাপোর্ট করবেন এবং আমরা তাদের জন্য ভালো কিছু করবো।’

আগামী ১৫ সেপ্টেম্বর (শনিবার) বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। ২০ সেপ্টেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

সারাবাংলা/এএম/এসএন

আরব আমিরাত এশিয়া কাপ ২০১৮ বাংলাদেশ ক্রিকেট মাহমুদউল্লাহ রিয়াদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর