শীর্ষ দশে থেকে শুরু করবেন তামিম
৭ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫৬ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০১৮ ১৬:০২
।। স্পোর্টস ডেস্ক ।।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। বাংলাদেশের গ্রুপে রয়েছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। আর অন্য গ্রুপে ভারতের সঙ্গী পাকিস্তান এবং হংকং। আরব আমিরাতের এই মেগা ইভেন্টে টাইগারদের লক্ষ্য শিরোপা জেতা। তাতে বড় ভূমিকা রাখতে হবে ওপেনার তামিম ইকবালকে।
চলতি বছর ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তামিম রয়েছেন শীর্ষ দশে। তামিমের ওপরে থাকা বাকি ৯ জনই বাংলাদেশি এই ওপেনারের থেকে বেশি ম্যাচ খেলেছেন। তামিম এ বছর খেলেছেন মাত্র ৮টি ম্যাচ। যেখানে দুটি সেঞ্চুরি আর চারটি হাফ-সেঞ্চুরির ইনিংস আছে। ইনিংস সর্বোচ্চ অপরাজিত ১৩০ রান করেছেন। ৭৬.৮৯ স্ট্রাইক রেটে তামিম করেছেন ৫৩৯ রান। যেখানে তার ব্যাটিং গড় ৮৯.৮৩।
শীর্ষে থাকা ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ১৯ ম্যাচ খেলে করেছেন ৯৭০ রান। চারটি সেঞ্চুরি আর দুটি হাফ-সেঞ্চুরিতে বেয়ারস্টোর ব্যাটিং গড় ৫১.০৫। দুইয়ে থাকা ইংলিশ দলপতি জো রুট ১৯ ম্যাচ খেলে করেছেন ৮০০ রান। তিন নম্বরে থাকা আরেক ইংলিশ তারকা জ্যাসন রয় ১৭ ম্যাচে করেছেন ৭৮০ রান। চার নম্বরে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। যাকে এবারের এশিয়া কাপে বিশ্রামে রাখা হয়েছে। কোহলি ৯ ম্যাচ খেলে করেছেন ৭৪৯ রান।
তামিম-কোহলিরা ওয়ানডে খেলার সুযোগ কম পেলেও জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর এ বছর খেলে ফেলেছেন ১৫টি ম্যাচ। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে থাকা টেইলর এ বছর করেছেন ৬৮৪ রান। আর ছয় নম্বরে থাকা পাকিস্তানের রানমেশিন ফখর জামান ৯ ম্যাচে ৬৬৫ রান করেছেন। ইংল্যান্ডের জস বাটলার সাত নম্বরে থেকে করেছেন ৬৪৩ রান, ১৮ ম্যাচে।
তামিমের উপরে থাকা আফগানিস্তানের রহমত শাহ ১৫ ম্যাচে ৬০০ রান করে রয়েছেন আট নম্বরে। আর নয় নম্বরে থাকা ইংল্যান্ডের ইয়ন মরগান ১৮ ম্যাচে করেছেন ৫৬১ রান। এশিয়া কাপে নিজের ব্যাটিং ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তামিম টপকে যাবেন একাধিক বিশ্ব তারকাকে।
সারাবাংলা/এমআরপি