রবির চুক্তি বাতিলের সিদ্ধান্তে ‘হতবাক’ বিসিবি
২৭ আগস্ট ২০১৮ ১৬:৫৬ | আপডেট: ২৭ আগস্ট ২০১৮ ১৭:০৮
স্পেশাল করেসপন্ডেন্ট।।
চুক্তিটা ছিল দুই বছরের, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু বহুজাতিক মুঠোফোন কোম্পানি রবি তার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তিটা ছিন্ন করল। রবির এই আকস্মিক সম্পর্কছেদে বোর্ডও যে খানিকটা অবাক হয়েছে, সেটা স্বীকার করলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। বোর্ড যে ব্যাপারটা মেনে নিচ্ছে না, সেটিও জানিয়েছেন। এবং এ নিয়ে রবির কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়া যায় কি না, সেটাও খতিয়ে দেখার কথা ভাবছে বিসিবির আইন বিষয়ক কর্মকর্তারা।
গত বছর বিসিবির সঙ্গে জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হিসেবে চুক্তি হয়েছিল বিসিবির। কিন্তু কাল হুট কর একটি প্রেস বিজ্ঞপ্তিতে রবি জানায়, তারা চুক্তিটা বাতিল করেছে। কারণটা আজ ব্যাখ্যা করলেন বিসিবির প্রধান নির্বাহী। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালসহ বিভিন্ন ক্রিকেটারের সঙ্গে অন্যান্য মুঠোফোন কোম্পানির চুক্তি থাকায় তারা সিদ্ধান্তটি নিয়েছে বলে জানিয়েছেন নিজাম উদ্দিন চৌধুরী, ‘আমাদের ইন্ডিভিজ্যুয়াল প্লেয়ার এন্ডোর্সমেন্ট যেটা কনফ্লিকটিং ব্র্যান্ডে সেটা নিয়ে তাদের আপত্তি ছিল। এবং সেটা পুরোপুরি সমাধান না হওয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে। তবে আমাদের মনে হয়েছে বিষয়টা তাদের অন্য কৌশলগত কারণে হতে পারে। আমরা এই বিষয় (তাদের ব্যাখ্যা) পুরোপুরি গ্রহণ করতে রাজি নই। বেশ কিছু স্টেপ রবির সঙ্গে আলোচনার পর নিয়েছিলাম। আপনারা জানেন যে, সাকিব আল হাসানের সঙ্গে একটা মোবাইল কোম্পানির চুক্তি ছিল, সেটা বাতিল করেছিল সাকিব। তামিম ইকবালও করেছেন, উনার যে চুক্তি ছিল গ্রামীনফোনের সঙ্গে। আমাদের অধিনায়ক মাশরাফি মর্তুজার সঙ্গে গ্রামীণের চুক্তি বাতিলও প্রক্রিয়ার মধ্যে আছে। আমরা এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই যাচ্ছিলাম। সে কারণে আমাদের কাছে রবির সিদ্ধান্ত হতবাক করার মতো।’
কিন্তু অন্য খেলোয়াড়দের সঙ্গে চুক্তির ব্যাপারটি তো আগেই জানা ছিল। সবকিছু জেনে বুঝেই তো রবি জাতীয় দলের পৃষ্ঠপোষক হয়েছে। নিজাম উদ্দিন চৌধুরী এই ব্যাপারটাও ঠিক বুঝতে পারছেন না, ‘বিষয়টা অনেক আগে থেকেই আলোচনা হচ্ছিল। আপনারা হয়তো জেনে থাকবেন, আগে বিষয়টা ছিল এবং আমাদের প্লেয়াররা কনফ্লিক্টিং ব্র্যান্ডের সঙ্গে চুক্তিতে ছিল। তাদের কাছ থেকে (প্লেয়ারদের) বের হয়ে আসাটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। আমরাও চাচ্ছিলাম যেন বিষয়টা ধীরে ধীরে সমাধান হয় এবং রবির সঙ্গে আলোচনার পর সেদিকেই যাচ্ছিল। তারপর হুট করে নেয়া এই সিদ্ধান্ত আমাদের জন্য দুঃখজনক। তবু বোর্ডের পক্ষ থেকে রবিকে ধন্যবাদ জানাই আমাদের ক্রিকেটে সাপোর্ট করেছে বিগত দিনগুলোতে।’
বিসিবি কি তাহলে রবির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে? প্রধান নির্বাহী এখনই তেমন কিছু বললেন না, ‘এখন টার্মস এন্ড কন্ডিশনে যা লেখা আছে তার মধ্যে দিয়ে যাবে। আমাদের লিগ্যাল টিমকে দিয়েছি। তারা দেখবে। এরমধ্যে আমদের যদি কোন ক্লেইম থাকে তবে তা আমরা অবশ্যই রেইজ করব।’
আপাতত এশিয়া কাপের জন্য পৃষ্ঠপোষক খোঁজাও শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাহী। দুই এক দিনের মধ্যেই সার্কুলার চলে আসবে, জানিয়েছেন এমনটিই।
সারাবাংলা/ এএম