Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোনালদোকে ছাড়াই জিতে চলেছে রিয়াল


২৭ আগস্ট ২০১৮ ১২:৫০

।। স্পোর্টস ডেস্ক ।।

ক্রিস্টিয়ানো রোনালদো চলে গেছেন জুভেন্টাসে। আগের মতো নেই রিয়াল মাদ্রিদের সমর্থকদের ভিড়। তবে লা লিগার এবারের মৌসুমে জয়ের ধরে রেখেছে বেল-বেনজেমারা। লা লিগার নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিরোনার বিপক্ষে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়েছে ফ্লোরেন্তিনো পেরেজের ছাত্ররা।

রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন করিম বেনজেমা। একটি করে গোল পেয়েছেন গ্যারেথ বেল ও সার্জিও রামোস।
এর আগে উয়েফা সুপার কাপে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হেরে অনেকটা হতাশায় পড়েছিল ইয়াল। তবে এই ম্যাচে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামে বেল-বেনজেমারা। কিন্তু ম্যাচের ১৭ মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল। বোরহা গার্সিয়ার দারুণ গোলে এগিয়ে যায় জিরোনা (০-১)।

এই ম্যাচে থিবো কর্তোয়া গোলরক্ষকের দায়িত্ব নেওয়ার কথা উঠলেও জাল সুরক্ষার দায়িত্বে ছিলেন নিয়মিত গোলরক্ষক কেইলর নাভাস। এগিয়ে যাওয়ার পর রিয়ালের পোস্টে একেরপর এক হানা দেয়ার চেষ্টা চালায় জিরোনা। তবে বেশক’টি সুযোগ পেলেও নাভাসের দারুণ সব সেভে রক্ষা পায় রিয়াল।

অবশ্য সমতায় ফিরতে সময় লাগেনি রিয়ালের। ম্যাচের ৪০ মিনিটে ডি-বক্সে আসেনসিওলে ফাউল করেন মার্ক মুনিয়েসা। তাতেই পেনাল্টি পেয়ে গোল করেন সার্জিও রামোস (১-১)।

সমতায় থেকে বিরতিতে যাওয়ার পর, বিরতি থেকে ফিরে জিরোনার পোস্টে হানা দিতে থাকে বেল-বেনজেমারা। এর মধ্যে ম্যাচের ৫২ মিনিটে ডি-বক্সে আবারো আসেনসিওকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন বেনজিমা।

এরপর ম্যাচের ৫৯ মিনিটে গোল করে বসেন ওয়েলস ফরোয়ার্ড গ্যারেথ বেল (৩-১)। রিয়ালের জয়টা তখনই অনেকটা নিশ্চিত হয়ে যায়।

বিজ্ঞাপন

ম্যাচের ৮০ মিনিটে আরেকটি গোল পায় রিয়াল। বেলের বাড়ানো বল থেকে গোল করেন বেনজেমা (৪-১)।

এ নিয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বার্সেলোনা। আর ১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তম স্থানে আছে জিরোনা।

সারাবাংলা/এসএন

করিম বেনজেমা গ্যারেথ বেল জয় জিরোনা রিয়াল মাদ্রিদ রোনালদো লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর