কোচের কথাকেই প্রেরণা মানছেন ইমরুল
২৬ আগস্ট ২০১৮ ১৭:৪৪ | আপডেট: ২৬ আগস্ট ২০১৮ ১৭:৪৭
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
শুরুটাই ছিল দুঃস্বপ্নের মতো। দায়িত্ব নেওয়ার পর প্রথম টেস্টেই বাংলাদেশকে অলআউট হতে দেখলেন ৪৪ রানে। টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর অবশ্য ওয়ানডে-টি টোয়েন্টিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, দুইটিতেই হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। নতুন কোচ স্টিভ রোডসের শুরুটা একেবারে খারাপ হয়নি। ইমরুল কায়েসও প্রশংসা করলেন নতুন কোচের। কোচ তাকে চেষ্টা চালিয়ে যেতে বলেছেন, সেটিও জানালেন আজ।
ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি ইমরুলের। তবে ড্রেসিংরুমকে নতুন কোচকে কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতা থেকে ভালো একটা সার্টিফিকেটই দিচ্ছেন তাকে, ‘আমার কাছে ভালো লেগেছে। ম্যান ম্যানেজমেন্টের ক্ষেত্রে তিনি খুবই ভালো। তিনি একজন ভদ্রলোকের মতন। দলকে খুবই ভালো ভাবে প্রেরণা দিতে পারে। সবার সাথেই ভালো সম্পর্ক তার, যা আমাদের জাতীয়দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এটা অনেক ভালো দিক।’
কায়েস বলেছেন, নতুন কোচ তাকে ব্যাটিংয়ের ক্ষেত্রেও প্রেরণা যুগিয়েছেন, ‘সে আমার ব্যাটিং দেখেছে, ব্যাটিং দেখে ওর ভালো লেগেছে। সে আমাকে বলেছে, ‘তুমি কোয়ালিটি ব্যাটসম্যান, তোমার খেলা আমি এর আগে দেখেছি।
‘ইংল্যান্ডে আগে আমার ব্যাটিং তিনি দেখেছিলেন। তিনি বলেছেন, ‘তোমার সুযোগ অবশ্যই আসবে। তুমি চেষ্টা কর।’
আপাতত সেই সুযোগেরই অপেক্ষায় আছেন ইমরুল।
সারাবাংলা/এএম/এসএন