Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুরে দাঁড়িয়েছে জিমি-চয়নরা


২৬ আগস্ট ২০১৮ ১৭:০১ | আপডেট: ২৬ আগস্ট ২০১৮ ১৭:১১

।। স্পোর্টস ডেস্ক ।।

ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমস হকিতে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে রোববার (২৬ আগস্ট) গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে গোপিনাথান কৃষ্ণমুর্তির শিষ্যরা।

গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নেমে প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে কোনো গোল না পেলেও, তৃতীয়ার্ধের ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মোহাম্মদ আশরাফুলের গোলে এগিয়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা (১-০)। এরপর ম্যাচের ৪১ মিনিটে আবারো পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। আর তাতেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর ম্যাচে ফিরতে লড়াই চালায় থাইল্যান্ড। ম্যাচের ৪৭ মিনিটে বাংলাদেশের জালে গোল করেন ব্যবধান কমান বোরিরাক (২-১)। তবে ম্যাচের ৫৫ মিনিটে গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মোহাম্মদ মিলন হোসেন (৩-১)।

এ নিয়ে চার ম্যাচে ৩ জয় ও এক ম্যাচ হেরে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তিনে আছে বাংলাদেশ। তিন ম্যাচে তিনটিতেই জয় তুলে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মালয়েশিয়া। সমান ম্যাচ খেলে তিন জয়ে বাংলাদেশের সমান পয়েন্ট নিয়েও টেবিলের দুইয়ে অবস্থান করছে মালয়েশিয়া।

এর আগে জিমি-চয়ন-শিটুলরা ওমানকে ২-১ গোলে হারিয়ে এশিয়াডের যাত্রা শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে কাজাখস্তানকে হারিয়েছে ৬-১ ব্যবধানে। এরপর শুক্রবার (২৪ আগস্ট) নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমে ৭-০ গোলের ব্যবধানে হারে জিমি-চয়নরা।

আগামী ২৮ আগস্ট (মঙ্গলবার) গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে গোপিনাথান কৃষ্ণমুর্তির শিষ্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

এশিয়ান গেমস থাইল্যান্ড বাংলাদেশ হকি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর