সিপিএলে টানা জয় মাহমুদউল্লাহদের
২৬ আগস্ট ২০১৮ ১৩:২৭ | আপডেট: ২৬ আগস্ট ২০১৮ ১৩:৩১
।। স্পোর্টস ডেস্ক ।।
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) টানা দ্বিতীয় জয় পেল মাহমুদউল্লাহর দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। শনিবার (২৫ আগস্ট) রাতে আসরের ১৬তম ম্যাচে বার্বাডোজের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ক্রিস গেইল-মাহমুদউল্লাহরা।
শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে বার্বাডোজ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক জেসন হোল্ডার। এছাড়াও শাই হোপ ২৬, ডোয়াইন স্মিথ ২০ ও মার্টিন গাপটিল ১৯ রানের ইনিংস খেলেন।
সেন্ট কিটসের বেন কাটিং ও ডেভচিচ ২টি করে উইকেট নেন।
জবাবে জয়ের লক্ষ্যে মাঠে নেমে শুরুতেই ধাক্কা খায় সেন্ট কিটস। দলীয় ৭ রানে দুই ওপেনার গেইল-লুইসকে হারিয়ে বেশ বিপাকে পড়ে তারা। তবে কিং ও থমাসের দুর্দান্ত ব্যাটিংয়ে সে ধাক্কা ভালভাবেই কাটিয়ে ওঠে সেন্ট কিটস। এরপর কিং ৬০ রান ও থমাস ৩২ রানের ইনিংস খেলে আউট হলেও, শেষদিকে কাটিং (২৯) ও কুপারের (১৩) দারুণ ব্যাটিংয়ে বড় জয় তুলে নেয় সেন্ট কিটস।
বার্বাডোজের মোহাম্মদ ইরফান সর্বোচ্চ ২টি উইকেট নেন।
তবে, ম্যাচটিতে জয়ের দিনে ব্যাটিং কিংবা বোলিংয়ের সুযোগ পাননি মাহমুদউল্লাহ।
এই ম্যাচ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে সেন্ট কিট। টেবিলের শীর্ষে আছে জ্যামাইকা।
সারাবাংলা/এসএন