Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিষেক হচ্ছে কোর্তোয়ার?


২৫ আগস্ট ২০১৮ ১৬:৩৪ | আপডেট: ২৫ আগস্ট ২০১৮ ১৬:৩৮

।। স্পোর্টস ডেস্ক ।।

বেশ কয়েক মৌসুম ধরেই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের নাম্বার ওয়ান গোলরক্ষক হয়ে আছেন কোস্টা রিকা তারকা কেইলর নাভাস। তবে দলবদলের মৌসুমে বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া রিয়ালে আসায় শুরু হয়েছে নতুন গোলযোগ। দু’জনের মধ্যে কে নিয়মিত জাল সুরক্ষার দায়িত্বে থাকবেন সেটা দেখতেই অপেক্ষায় আছেন রিয়াল সমর্থকরা।

রোববার (২৬ আগস্ট) ক্লাব জিরোনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, এদিন রিয়ালের জার্সিতে অভিষেক হতে পারে ২৬ বছর বয়সী কোর্তোয়ার। তাদের (গণমাধ্যম) মতে একাদশে জায়গা পেতে নাভাসের চেয়ে চেলসির সাবেক তারকা গোলরক্ষকই এগিয়ে আছেন।

সেরা দুই গোলরক্ষককে দলে পেয়ে এই মৌসুমে বেশ ঝামেলায় পড়েছে ক্লাব রিয়াল। দলে নিয়মিত হতে অনুশীলনে দু’জনই ঘাম ঝরিয়ে চলেছেন। তবে গণমাধ্যমের মতে রিয়ালের হয়ে একেরপর এক মৌসুমে জাল সুরক্ষিত রাখা নাভাসের চেয়ে অনেকটা এগিয়ে আছেন রাশিয়া বিশ্বকাপের সেরা গোলরক্ষক কোর্তোয়া।

তবে, রিয়ালের নিয়মিত গোলরক্ষক কে হচ্ছেন কিংবা জিরোনার বিপক্ষে জাল সুরক্ষার দায়িত্বটা কে নিচ্ছেন, সেটা জানাননি রিয়াল কোচ।

 

সারাবাংলা/এসএন

অভিষেক কেইলর নাভাস থিবো কোর্তোয়া রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর