Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলে গেলেন হুগো লরিস!


২৫ আগস্ট ২০১৮ ১৪:১৭

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপ জিতলেন হুগো লরিস। ফ্রান্সের অন্য খেলোয়াড়দের মতো বিশ্বকাপ জয়ে বেশ ফুরফুরে আছেন টটেনহ্যাম হটস্পারের এই গোলরক্ষক। তবে শুক্রবার (২৮ আগস্ট) মদ্যপান করে গাড়ি চালানোর অপরাধে জেলে গেলেন ফরাসি এই অধিনায়ক।

৩১ বছর বয়সী এমন ঘটনার পর সবার কাছে ক্ষমা চাইলেন লরিস, ‘আমি আন্তরিকভাবে আমার পরিবার, ক্লাব, দলের সতীর্থ, দলের ম্যানেজার ও সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই। মদ্যপান অবস্থায় গাড়ি চালানো গ্রহণযোগ্য নয়। আমার এমন কান্ডের পুরো দায়টাই আমি নেবো।’

২০১২ সাল থেকে টটেনহ্যাম হটস্পারে খেলছেন লরিস। ক্লাবের হয়ে এখন পর্যন্ত ২৫৪টি ম্যাচে গোলরক্ষকের দায়িত্বে ছিলেন তিনি।

শুক্রবার রাত আড়াইটার দিকে লন্ডনের গ্লসটার প্লেস এলাকা থেকে গ্রেফতার হন লরিস। এরপর সাত ঘন্টা থানায় থাকার পর ক্ষমাপ্রার্থনা করায় শনিবার (২৫ আগস্ট) সকালে জামিন পান এই গোলরক্ষক। তবে আগামী মাসে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটের কোর্টে এ মামলার শাস্তি ঘোষণা করা হবে বলেই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। তবে মামলার শুনানিতে উপস্থিত থাকতে হবে ফরাসি এই তারকাকে।

সারাবাংলা/এসএন

জেল টটেনহ্যাম ফ্রান্স গোলরক্ষক মদ্যপান হুগো লরিস

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর