আফ্রিদির মতো বল করছেন স্মিথ!
২৪ আগস্ট ২০১৮ ১৭:২৯ | আপডেট: ২৪ আগস্ট ২০১৮ ১৭:৩৭
।। স্পোর্টস ডেস্ক ।।
বল টেম্পারিং কান্ডে জড়িত থাকায় এক বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার স্টিভ স্মিথ। তবে ঘরোয়া লিগে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার, এবার খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে। সেখানে খেলতে গিয়ে দারুণ এক স্টাইল রপ্ত করেছেন অজি এই ক্রিকেটার।
নিষিদ্ধ হওয়ার পর বেশ কিছুদিন ধরেই হতাশ ছিলেন স্মিথ। তবে নিষেধাজ্ঞার পর ওয়েস্ট ইন্ডিজে ঘরোয়া লিগে খেলতে নেমে বেশ ভাল পারফরম্যান্স দেখিয়ে চলেছেন অজি এই তারকা। জ্যামাইকা তালাওয়াহসের বিপক্ষে খেলতে নেমে ব্যাটে বলে অনেকটা জ্বলে উঠেছিলেন তিনি। ব্যাট হাতে ৪৪ বলে ৬৩ রান আর বল হাতে তিন ওভারে ১৯ রান খরচায় ২টি উইকেট তুলে নেন স্মিথ। ব্যাটে-বলে এই ম্যাচে দুর্দান্ত খেলে দলের জয়ে বড় কৃতিত্ব রেখেছেন তিনি।
তবে ম্যাচে দেখা যায়, পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদির বোলিং স্টাইলেই বোলিং করেছেন অজি অলরাউন্ডার। আফ্রিদির স্টাইলটা যে অনেকটা রপ্ত হয়ে গেছে সেটা অবশ্য বললেন স্মিথ, ‘বোলিংয়ে আমি কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করছি। আফ্রিদির স্টাইলের বল করার চেষ্টা করছি। তিনি (আফ্রিদি) ভয়ঙ্কর লেগ স্পিনার। বোলিংয়ে স্পিড বাড়ানোরও চেষ্টা করছি। ভাগ্যবশত অনেকটাই রপ্ত করতে পেরেছি।’
Steve Smith performed with the bat & ball today and hence the #Playoftheday from match 14 belongs to him #CPL18 pic.twitter.com/xLIVvQpJ0M
— CPL T20 (@CPL) August 23, 2018
তবে বোলিং স্টাইল পরিবর্তনের কারণ অবশ্য জানিয়েছেন স্মিথ, ‘আমি যেভাবে বড় হয়েছি, আমার স্টাইলে (স্বাভাবিক গতি চেয়ে) গতি বাড়াতে পারিনা। আশা করি আমাকে খুব বেশি বোলিং করতে হবে না!’
সারাবাংলা/এসএন