Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোনাস পেল রিয়াল খেলোয়াড়রা


২৩ আগস্ট ২০১৮ ১৩:২৩ | আপডেট: ২৪ আগস্ট ২০১৮ ১৭:০১

।। স্পোর্টস ডেস্ক ।।

দারুণ একটা মৌসুম উপহার দিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা-লিগা না জিতলেও ২০১৭-১৮ মৌসুমে দারুণ চারটি শিরোপা জিতেছে সার্জিও রামোসের দল। আর তাতেই বোনাস মিলছে ক্লাব খেলোয়াড়দের।

গত মৌসুমে জিনেদিন জিদান আর ক্রিস্টিয়ানো রোনালদোদের কল্যাণে চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল। এছাড়াও ইউরোপিয়ান সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপসহ জিতেছে ক্লাব বিশ্বকাপও। শুধু রিয়ালের ফুটবল দলই নয়, গত মৌসুমে বাস্কেটবল দলও জিতেছে দুটি শিরোপা। এক মৌসুমে ছয়টি শিরোপা পাওয়ায় এবার ক্লাব তহবিল থেকে সবমিলিয়ে ৭০ মিলিয়ন ইউরো বোনাস মিলছে ক্লাব খেলোয়াড়দের।

চার শিরোপা জেতায় রামোসের দল পাচ্ছে ৫৫ মিলিয়ন ইউরো। অন্যদিকে, বাস্কেটবল দল স্কোয়াড পাবে ১৫ মিলিয়ন।

এদিকে স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, বোনাসের অর্থ পেতে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও হোসে আনহেল সানচেজের সঙ্গে আলোচনা করেছেন দলের রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। আর তাতেই নাকি বোনাস পাচ্ছে দলের খেলোয়াড়রা। এক মৌসুমে বেশক’টি শিরোপা জেতায় শিরোপার সঙ্গে বোনাসের কথাটা ক্লাব কর্মকর্তাদের কানে তিনিই উঠিয়েছেন।

সারাবাংলা/এসএন

বোনাল রিয়াল খেলোয়াড় রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর