ট্রেন্টব্রিজে স্বস্তি এলো ভারতের
২২ আগস্ট ২০১৮ ১৮:৫১ | আপডেট: ২৪ আগস্ট ২০১৮ ১৭:০০
।। স্পোর্টস ডেস্ক ।।
ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্টব্রিজ টেস্ট যে ভারতই জিতবে, সেটা আগেরদিনেই অনেকটা নিশ্চিত হয়ে গেছে। শেষ দিনে জয়ের দরকার ছিল মাত্র ১ উইকেট। পঞ্চম দিনে মাঠে নেমে মাত্র ১৭ বল খরচায় লক্ষ্যে পৌঁছে যায় বিরাট কোহলির দল।
ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই টেস্ট হেরে অনেকটা বিপাকেই পড়ে গিয়েছিল ভারত। তবে বুধবার (২২ আগস্ট) তৃতীয় টেস্টের শেষ দিনে ২০৩ রানে ম্যাচ জিতে সিরিজের আশা টিকিয়ে রেখেছে সফরকারীরা।
আগের দিনেই (মঙ্গলবার) জয়ের অনেকটাই দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল ভারত। শেষদিনে কাঙ্ক্ষিত উইকেটটি তুলে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধান কমায় ভারত।
দ্বিতীয় ইনিংসে ৫২১ রানের লক্ষ্যে খেলতে নেমে বোলিং তোপে পড়ে চতুর্থ দিনে ৩১১ রানে ৯ উইকেট হারিয়ে বসে ইংলিশরা। শেষ দিনে ১ উইকেট হাতে রেখে তাদের দরকার ছিল ২১০ রান। পঞ্চম দিনে মাঠে নেমে ১৭ বল মোকাবিলা করতেই সবশেষ উইকেটটি হারায় স্বাগতিকরা। অ্যান্ডারসনকে ১১ রানে আউট করে কাঙ্ক্ষিত সেই সাফল্য আনেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
৬৪ বলে ব্যক্তিগত ৩৩ রানে অপরাজিত ছিলেন আদীল রশিদ।
এর আগে প্রথম ইনিংসে ৩২৯ রান তোলে ভারত। জবাবে প্রথম ইনিংসে ১৬১ রানেই থেমে যায় ইংলিশদের ইনিংস। এরপর ১৬৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে কোহলিরা। ৭ উইকেটে হারিয়ে ৩৫২ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারী ভারত। দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিংয়ে ১০৩ রানের ইনিংস খেলেন আগের ইনিংসে ৯৭ রান করা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
এরপর দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশরা। ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৬২ রানেই ৪ উইকেট হারিয়ে বসে ইংলিশরা। তবে এরপর দলের হাল ধরেন জস বাটলার ও বেন স্টোকস। পঞ্চম উইকেটে দু’জন মিলে ১৬৯ রানের জুটি গড়েন। এরপর ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ব্যক্তিগত ১০৬ রানে থামেন বাটলার। আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। তবে শেষদিকে রশিদকে নিয়ে হাল ধরার চেষ্টা করলেও ৬২ রানে আউট হন স্টোকস। আর তাতেই ৯ উইকেট হারিয়ে ৩১১ রান তুলে দিন শেষ করে ইংল্যান্ড।
প্রথম ইনিংসে ভারতের হার্দিক পান্ডিয়া ৫ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন ডানহাতি পেসার জসপ্রিত বুমরাহ।
দুই ইনিংসেই দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে ম্যাচসেরা নির্বাচিত হন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
আগামী ৩০ আগস্ট সাউদাম্পটনে সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে।
সারাবাংলা/এসএন