হকিতে কাজখস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ
২২ আগস্ট ২০১৮ ১৩:১৬ | আপডেট: ২৪ আগস্ট ২০১৮ ১৬:৫৩
।। স্পোর্টস ডেস্ক ।।
ঈদের আনন্দটা জয় দিয়েই সারল বাংলাদেশ হকি দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমসে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ওমানের বিপক্ষে জয়ের পর এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কাজাখস্তানকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে জিমি-চয়নরা।
বুধবার (২২ আগস্ট) বাংলাদেশে ঈদ। আর এই দিনেই মাঠে নেমে ম্যাচের শুরু থেকেই দারুণ খেলতে থাকে লাল-সবুজ জার্সিধারীরা। ম্যাচের ১১ মিনিটে ফজলে রাব্বির গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। তিন মিনিট পর কাজাখস্তানের জালে বল ঢুকিয়ে ব্যবধান দিগুণ করেন রাসেল (২-০)। এরপর ম্যাচের ১৯ মিনিটে মাইনুলের গোলে ব্যবধান আরো বাড়ে বাংলাদেশের।
এরপর ম্যাচের ৩২তম ও ৪৮তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুটি গোল করেন খোরশেদ। আর তাতেই কোনঠাসা হয়ে পড়ে মধ্য এশিয়ার দেশটি। আর শেষ গোলটি করেন মামুনুর রহমান চয়ন।
কাজাখস্তানের হয়ে একমাত্র গোলটি করেন তাসকেইভ ইয়ারমেক।
এর আগে সোমবার (২০ আগস্ট) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এই ম্যাচে ওমানকে ২-১ গোলে হারিয়েছে গোপিনাথান কৃষ্ণমুর্তির শিষ্যরা।
আগামী ২৪ আগস্ট (শুক্রবার) মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে গোপিনাথান কৃষ্ণমুর্তির শিষ্যরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
এরপর গ্রুপ পর্বের বাকি ম্যাচে পাকিস্তান, থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
সারাবাংলা/এসএন