Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাবাডিতে টানা দুই জয় বাংলাদেশের


২১ আগস্ট ২০১৮ ১৯:১৪

।। স্পোর্টস ডেস্ক ।।

ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমসের ১৮তম আসরের কাবাডিতে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর টানা জয়ের দেখা পেল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে হারানোর পর, মঙ্গলবার (২১ আগস্ট) নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে টানা দ্বিতীয় জয় পেল তারা।

আগের দিন থাইল্যান্ডকে ৩৪-২২ পয়েন্টে হারানোর পর, এদিন (মঙ্গলবার) শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করে ২৯-২৫ পয়েন্টে ম্যাচ জিতে নিয়েছে লাল সবুজের দল।

বুধবার (২২ আগস্ট) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। কোরিয়ানদের বিপক্ষে এই ম্যাচ জিতলেই পদক জেতার আশা টিকে থাকবে লাল সবুজ জার্সিধারীদের।

অন্যদিকে, এবারের এশিয়ান গেমস কাবাডিতে কোনো ম্যাচ জিততে পারেনি নারী কাবাডি দল। মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কোরিয়ার বিপক্ষে ২৫-৫২ পয়েন্টে হারতে হয়েছে তাদের। এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৪৩-২৮ পয়েন্টে আর ইরানের কাছে ৪৭-১৯ পয়েন্টে হারে তারা।

 

সারাবাংলা/এসএন

এশিয়ান গেমস ২০১৮ কাবাডি জয় বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর