শেঠির পর পিসিবি চেয়ারম্যান মানি
২১ আগস্ট ২০১৮ ১৫:০৮ | আপডেট: ২৪ আগস্ট ২০১৮ ১৭:২৪
।। স্পোর্টস ডেস্ক ।।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন নাজাম শেঠি। তার পরদত্যাগের পর এবার সংস্থাটির চেয়ারম্যান হিসেবে যোগ দিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক সভাপতি এহসান মানি।
সোমবার (২০ আগস্ট) এহসান মানিকে এই পদে নিয়োগ দিয়েছেন দেশটির নব-নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই ঘোষণা দেন ইমরান, ‘পিসিবির চেয়ারম্যান পদে এহসান মানিকে নিয়োগ দিলাম। এই পদে কাজ করতে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে। আইসিসিতে পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। পিসিবির প্রতিনিধি হিসেবে তিন বছর ও আইসিসির কোষাধ্যক্ষ হিসেবে তিন বছর কাজ করেছেন তিনি।’
I have appointed Ehsan Mani as Chairman PCB. He brings vast and valuable experience to the job. He represented PCB in the ICC; was Treasurer ICC for 3 yrs and then headed the ICC for another 3 yrs.
— Imran Khan (@ImranKhanPTI) August 20, 2018
২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত আইসিসির প্রধান হিসেবে ছিলেন মানি। আইসিসিতে পিসিবির প্রতিনিধি হিসেবে ১৯৮৯ থেকে ১৯৯৬ পর্যন্তও দায়িত্ব পালন করেন। আর এবার পেলেন নতুন দায়িত্ব।
অন্যদিকে, ২০১৩ ও ২০১৪ সালে দুই দফা পিসিবির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন শেঠি। গত সোমবার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন নাজাম শেঠি। পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু পাকিস্তান ক্রিকেটকে নিয়ে আপনার স্বপ্ন ও বিশেষ পরিকল্পনা রয়েছে, সেজন্য তা বাস্তবায়নে আপনার নিয়োজিত একটি ব্যবস্থাপনা কমিটি সবচেয়ে ভালো কাজ করতে পারবে। এ কারণে আমি আমার পদত্যাগপত্র জমা দিচ্ছি।’
I was waiting for the new Prime Minister to take oath before submitting my resignation as PCB Chairman, which I have done today. I wish PCB all the best and hope our cricket team goes from strength to strength. Eid Mubarak. Pakistan Zindabad. pic.twitter.com/uiIVoiRAtq
— Najam Sethi (@najamsethi) August 20, 2018
সারাবাংলা/এসএন