Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমাকে হার্দিক পান্ডিয়া হয়েই থাকতে দিন’


২০ আগস্ট ২০১৮ ১৯:২৭ | আপডেট: ২০ আগস্ট ২০১৮ ১৯:৩৫

।। স্পোর্টস ডেস্ক ।।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটিতে হারের পর তৃতীয় টেস্টে চালকের আসনে ভারত। এই ম্যাচের প্রথম ইনিংসে ইংলিশ ব্যাটসম্যানদের বোলিং তোপে ফেলেন হার্দিক পান্ডিয়া। আর তাতেই তাকে নিয়ে তুলনা ওঠে কিংবদন্তি কপিল দেবের সঙ্গে। তবে এমন মন্তব্যে হতাশ হয়েছেন তরুণ এই অলরাউন্ডার।

প্রথম ইনিংসে ভারতের করা ৩২৯ রানের বিপরীতে স্বাগতিকদের ইনিংস থেমে যায় ১৬১ রানে। প্রথম ইনিংসে পান্ডিয়া তুলে নেন পাঁচ উইকেট। দারুণ পারফরম্যান্সের কারণে ম্যাচ ধারাভাষ্যকারসহ অনেকেই কিংবদন্তি কপিল দেবের সঙ্গে তুলনা করেছেন এই অলরাউন্ডারকে। তবে এক সাক্ষাৎকারে পান্ডিয়া বলেন, ‘সমস্যা এটাই যে, ভাল করলে আপনাকে ভাল কারো সঙ্গে তুলনা করা হবে, কিন্তু সামান্য কিছু করতে না পারলে আবার বলবে তুলনা করা ঠিক হয়নি।’

অবাক মনে হতেই পারে! এমন তুলনা করায় খুশি না হওয়ার কি আছে? তবে ঠিক কি কারণে এমন তুলনা মেনে নিতে পারেন নি, সেটাই জানিয়ে দিলেন এই অলরাউন্ডার। যোগ্যতার দিক থেকে কিংবদন্তি কপিল দেবের চেয়ে যে এখনও অনেকটাই পিছিয়ে সেটাই মনে করছেন পান্ডিয়া। তাই সঙ্গে কিংবদন্তির সঙ্গে তুলনা করাটা মেনে নিতে পারেননি তরুণ এই অলরাউন্ডার, ‘আমি কখনোই কপিল দেব হতে চাইনি, আমাকে হার্দিক পান্ডিয়া হতে চেয়েছি। আমি একজন দক্ষ হার্দিক পান্ডিয়া হতে চাই, এখান থেকেই সেখানে পৌঁছাতে চাই।

‘হার্দিক পান্ডিয়া হিসেবে ৪০টি ওয়ানডে আর ১০টি টেস্ট খেলেছি, কপিল দেব হিসেবে নয়। অবশ্যই তাঁর সময়ে তিনি (কপিল দেব) একজন সেরা ক্রিকেটার ছিলেন। তবে, কারো সঙ্গে তুলনা না করে আমাকে হার্দিক পান্ডিয়া হতে দিন। তুলনা না করলেই খুশি হবো।’

বিজ্ঞাপন

এর আগে নিজের পারফরম্যান্সের জন্য সমলোচনা ওঠার জবাবে পান্ডিয়া বলেন, ‘একটা কথা স্পষ্ট করে বলি, আমাকে নিয়ে চিন্তার কারণ নেই। আমি কি করছি সেটা আমি জানি। আমার সঙ্গে আমার দলের সমর্থন আছে, এটাই মূখ্য বিষয়। আর আমাকে নিয়ে কে কি বলছে, আমি সেটা কেয়ার করি না।’

 

সারাবাংলা/এসএন

অলরাউন্ডার কপিল দেব টেস্ট ভারত-ইংল্যান্ড টেস্ট হার্দিক পান্ডিয়া

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর