হকিতে জয় দিয়ে শুরু বাংলাদেশের
২০ আগস্ট ২০১৮ ১৭:৩৫ | আপডেট: ২০ আগস্ট ২০১৮ ১৭:৪০
।। স্পোর্টস ডেস্ক ।।
এশিয়ান গেমস হকিতে শুভ সূচনা করলো বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ ওমানের বিপক্ষে খেলতে নেমে জয় তুলে নিয়েছে জিমি-চয়নরা। সোমবার (২০ আগস্ট) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এই ম্যাচে ওমানকে ২-১ গোলে হারিয়েছে গোপিনাথান কৃষ্ণমুর্তির শিষ্যরা।
ওমানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই লড়াই চালাতে থাকে বাংলাদেশ। সেই সুফলও পায় তারা। ম্যাচের ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন আরশাদ হোসেন (১-০)। তবে আরশাদ এগিয়ে নিলেও ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি কর্নার পায় ওমান। সেখান থেকে ওমানকে সমতায় ফেরান জুমা সেলিম (১-১)।
দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটে পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। আর সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন আশরাফুল ইসলাম (২-১)। এরপর বাকি দুই অর্ধে গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে জিমি-চয়নরা।
গ্রুপ পর্বের বাকি ম্যাচে পাকিস্তান, থাইল্যান্ড, কাজাখস্তান ও মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। আগামী ২২ আগস্ট (বুধবার) কাজাখস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে গোপিনাথান কৃষ্ণমুর্তির শিষ্যরা।
সারাবাংলা/এসএন