প্রায় এক দশক পর দর্শক খরায় রিয়াল!
২০ আগস্ট ২০১৮ ১৬:৫৭ | আপডেট: ২০ আগস্ট ২০১৮ ১৭:১০
।। স্পোর্টস ডেস্ক ।।
রিয়াল মাদ্রিদের নতুন মৌসুমে যে খরা পড়বে, সেটা আগেই বোঝা গেছে। তবে এতটা খরার মুখে পড়তে হবে, সেটা হয়তো অনেকেই ভাবেন নি। রোববার (১৯ আগস্ট) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রোনালদোহীন রিয়াল মাদ্রিদের গ্যালারির প্রায় অর্ধেকটাই ছিল খালি। যা গত নয় বছরে সর্বনিম্ন।
যেখানে ঘরের মাঠে টইটুম্বুর দর্শকের উচ্ছ্বাসের মধ্যেই খেলেছে রিয়াল খেলোয়াড়রা, সেখানে পর্তুগিজ তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো আর কোচ জিনেদিন জিদান ছাড়া রিয়ালের মাঠের গ্যালারির দৃশ্য ছিল অনেকটাই হতাশার। প্রায় ৮১ হাজারেরও বেশি দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটিতে রোববারের ম্যাচের দিনে দর্শক ছিল ৪৮ হাজার ৪৬৬ জন।
এর আগে ২০০৮-০৯ মৌসুমে। তখনও রিয়ালে আসেননি রোনালদো। সেবার পেপ গার্দিওলার বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে ৬-২ গোলে হেরেছিল রিয়াল। এরপর থেকে বেশকিছুদিন দর্শক খরায় ভুগতে হয়েছিল রিয়ালকে। তবে সেই চিত্র বদলে গিয়েছিল ২০০৯ সালের জুনে রোনালদো আসার পর। এবার নতুন মৌসুমে সেই রোনালদো জুভেন্টাসে যাওয়ায় জুভি দর্শকদেরই আগ্রহ বেড়েছে।
তবে এদিন নতুন কোচ হুলেন লোপেতেগুয়ের ছাত্ররা ২-০ গোলে হারিয়েছে গেটাফেকে। নিজেদের মাঠে ওয়েলস উইঙ্গার গ্যারেথ বেলের দারুণ পারফর্মে জয় দিয়েই লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করেছে রিয়াল। বেলের পাশাপাশি গোল করেছেন দানি কারভাহাল।
সারাবাংলা/এসএন