এশিয়ান গেমস কাবাডিতে জয়ের দেখা পেল বাংলাদেশ
২০ আগস্ট ২০১৮ ১৫:১৮ | আপডেট: ২০ আগস্ট ২০১৮ ১৫:২৫
।। স্পোর্টস ডেস্ক ।।
ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমসের ১৮তম আসরের কাবাডিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও, এবার জয়ে ফিরেছে বাংলাদেশ কাবাডি দল। সোমবার (২০ আগস্ট) গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ।
সোমবার থাইল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে ৩৪-২২ পয়েন্ট ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল।
মঙ্গলবার (২১ আগস্ট) শ্রীলঙ্কা ও বুধবার (২২ আগস্ট) গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এশিয়ান গেমসে ছেলেদের কাবাডিতে মোট ১০টি দল অংশ নিয়েছে। গ্রুপ ‘বি’তে আছে ইরান, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ইন্দোনেশিয়া।
অন্যদিকে, রোববার হারের পর সোমবার ম্যাচে ইরানের বিপক্ষে বাংলাদেশ নারী দলের জয় ছাড়া অন্য কোনো পথ ছিল না। তবে, এদিন হতাশ করেছে মেয়েরা। ৪৭-১৯ ব্যবধানে হেরে শিরোপার আশা ভঙ্গ হয়েছে নারী কাবাডি দলের।
এর আগে রোববার (১৯ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচে হার দেখতে হয়েছে বাংলাদেশের নারী ও পুরুষ দুই দলকে।
সারাবাংলা/এসএন