Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের কাছে কাবাডিতে বাংলাদেশের হার


১৯ আগস্ট ২০১৮ ১৮:০২

।। স্পোর্টস ডেস্ক ।।

ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে এশিয়ান গেমসের ১৮তম আসর। তবে আসরের কাবাডিতে শুরুটা ভাল হয়নি বাংলাদেশ কাবাডি দলের। রোববার (১৯ আগস্ট) গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে হতাশ করেছে বাংলাদেশ কাবাডি দল।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নেমে ভারতের কাছে ৫০-২১ পয়েন্ট ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

গ্রুপ পর্বে ‘এ’ গ্রুপের বাকি তিন ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ কোরিয়া। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার (২০ আগস্ট) থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর মঙ্গলবার (২১ আগস্ট) শ্রীলঙ্কা ও বুধবার (২২ আগস্ট) গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এশিয়ান গেমসে ছেলেদের কাবাডিতে মোট ১০টি দল অংশ নিয়েছে। গ্রুপ ‘বি’তে আছে ইরান, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ইন্দোনেশিয়া।

ভারতের বিপক্ষে ছেলেদের হারের দিনে মেয়েদের কাবাডিতে চাইনিজ তাইপের কাছে হারে বাংলাদেশ। চাইনিজদের কাছে ৪৩-২৮ পয়েন্টে হার দেখতে হয়েছে বাংলাদেশের মেয়েদের।

 

সারাবাংলা/এসএন

এশিয়ান গেমস কাবাডি বাংলাদেশ-ভারত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর