Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করবে বার্সা


১১ আগস্ট ২০১৮ ১৭:৫১

।। স্পোর্টস ডেস্ক ।।

একটা মিডফিল্ডারের জন্য দল-বদলের শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এরই মধ্যে নতুন খেলোয়াড় দলে ভিড়িয়েছে কাতালান ক্লাবটি। দরকার আরও একজন মিডফিল্ডার। ট্রান্সফার টেবিলে যাদের টার্গেট করে রেখেছে মেসি-সুয়ারেজদের ক্লাবটি তাদের এই মৌসুমে দলে আনাটা খুব যে সহজ হবে না সেটিও মাথায় রেখেছে ক্লাবটি।

বার্সার কোচ আরনেস্টো ভালভারদের ইচ্ছেতেই একজন মিডফিল্ডার চাইছে ক্লাব ম্যানেজমেন্ট। আর সেই লক্ষ্যে বার্সার সাবেক তারকা এবং অ্যাম্বাসেডর এরিক আবিদালকে দায়িত্ব দিয়েছে বার্সা। আবিদালের টার্গেটে আছে চারজন মিডফিল্ডার। তাদের দিকেই নজর বার্সার।

এই চারজনের একজন ফ্রান্সের তারকা আদ্রিয়েন র‌্যাবিওট। তবে, ফরাসি ক্লাব পিএসজিতে খেলা এই তারকাকে নিতে বেশ ঘাম ঝরাতে হবে বার্সাকে। এরই মধ্যে র‌্যাবিওটের সঙ্গে চুক্তি নবায়ন করে ফেলেছে নেইমার-কাভানি-এমবাপেদের ক্লাবটি। তারপরও যদি-কিন্তুর ওপর ভরসা রাখছে বার্সা। ২৩ বছর বয়সী র‌্যাবিওট কাতালান ক্লাবে খেলতে চাইলে পিএসজি তাকে ধরে রাখতে পারবে না। সেক্ষেত্রে বার্সাকে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে।

এদিকে, বার্সার টার্গেটের অন্যতম আরেক মিডফিল্ডার নেদারল্যান্ডসের ২১ বছর বয়সী ফ্রেনকি ডি জং। আয়াক্সে খেলা এই তরুণকে নিয়ে বেশ আশাবাদী বার্সা। এরই মধ্যে আয়াক্সের সঙ্গে কথা-বার্তাও বেশ এগিয়েছে কাতালানদের।

বার্সায় নিয়ে আসার তালিকায় আছেন থিয়াগো আলকান্ত্রা। স্পেনের ২৭ বছর বয়সী এই তারকা মিডফিল্ডারের পেছনে লেগেছে রিয়াল মাদ্রিদও। ২০০৫ থেকে ২০০৮ পর্যন্ত বার্সার জুনিয়র টিমে খেলেছেন আলকান্ত্রা। ২০০৯ সালে বার্সার মূল দলে নাম লেখান তিনি। ২০১৩ সালে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ তাকে নিয়ে যায়। আবারো বার্সা চাইছে তাদের পুরোনো সৈনিককে। বাধা দিচ্ছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল। বায়ার্নকে ভাবাচ্ছে বার্সার ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব।

বিজ্ঞাপন

বার্সার চতুর্থ টার্গেটে আছেন বসনিয়ার ২৮ বছর বয়সী তারকা মিডফিল্ডার মিরালেম প্যাজনিক। ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে খেলা এই তারকার দিকে যেতে হলে বার্সাকে টপকাতে হবে রিয়াল মাদ্রিদের চ্যালেঞ্জ। ক্রোয়েশিয়ার তারকা মাতেও কোভাসিচ নতুন মৌসুমে রিয়াল ছেড়ে ধারে খেলবেন ইংলিশ ক্লাব চেলসিতে। রিয়ালের তাই দরকার ভালোমানের একজন মিডফিল্ডার, দৃষ্টি প্যাজনিকের দিকেই। জুভিদের ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়ে রেখেছে বার্সা। তবে, ছেড়ে কথা বলছে না রিয়াল।

সারাবাংলা/এমআরপি

বার্সা মিডফিল্ডার

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর