দেশের হয়ে আবারো খেলতে পারা বড় একটি অর্জন: আশরাফুল
১১ আগস্ট ২০১৮ ১৪:৩৫ | আপডেট: ১১ আগস্ট ২০১৮ ১৫:১৩
।। স্পোর্টস ডেস্ক ।।
বাংলাদেশ ক্রিকেটের একসময়ের সেরা বিজ্ঞাপন ছিলেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আবারও জাতীয় দলে ফেরার জন্য মুখিয়ে আছেন। জাতীয় দলের লাল-সবুজ জার্সি গায়ে চাপাতে পারলে সেটি হবে তার ক্যারিয়ারের সেরা অর্জন-এমনটিই জানালেন আশরাফুল।
২০১৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের দায়ে সবধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা কমিয়ে ৫ বছরে নামিয়ে আনা হয়। আগেই ঘরোয়া ক্রিকেটের নিষেধাজ্ঞা কেটেছিল। আন্তর্জাতিক ক্রিকেট এবং বিপিএলে খেলার বাকি নিষেধাজ্ঞা কাটছে আর দুই দিন পর। ১৩ আগস্ট পুরোপুরি নিষেধাজ্ঞা কেটে যাচ্ছে আশরাফুলের।
আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলেও আশরাফুল দেশের ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পান ২০১৬ সালে। জাতীয় দলের হয়ে এবং বিপিএলের খেলা থেকে দূরে আছেন পাঁচ বছর। বিপিএলের এন্টি-করাপশন ট্রাইবুন্যাল তাকে ৮ বছরের নিষেধাজ্ঞা ও ১০ লাখ টাকা জরিমানা করে। পরে তা কমিয়ে ৫ বছর করা হয়। নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএলে খেলার দরজা খুলে যাবে তার।
দীর্ঘ পাঁচ বছরের নির্বাসন কাটিয়ে ফেরার আনন্দটি যে আসলে কেমন হতে পারে সেটি আশরাফুল জানিয়েছেন এভাবে, ‘দীর্ঘদিন ধরে ২০১৮ সালের ১৩ই আগস্টের জন্য অপেক্ষা করছি। আমার সংশ্লিষ্টতার কথা স্বীকার করার পর থেকে পাঁচটি বছর কেটে গেছে। যদিও আমি গত দুই মৌসুম ঘরোয়া ক্রিকেট খেলেছি, এখন জাতীয় দলে নির্বাচিত হওয়ার জন্য আমার কোনো বাধা থাকছে না। বাংলাদেশের হয়ে আবারো খেলতে পারা আমার জন্য অনেক বড় একটি অর্জন হবে।’
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত আসরে ব্যাট হাতে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলা আশরাফুল। এই ফর্মের ধারাবাহিকতা আগামী আসরেও ধরে রাখতে ইচ্ছুক দেশের সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান। আশরাফুল যোগ করেন, ‘আমার ফেরার প্রথম মৌসুমটি খুব একটা ভালো ছিল না, তবে আমি ২০১৭-১৮ এ ভালো খেলেছিলাম। আশা করি আসন্ন মৌসুমে আরও ভালো খেলতে পারবো। জাতীয় দলে এখন আমি একমাত্র আমার পারফর্মের মাধ্যমেই সুযোগ পেতে পারি। ইতোমধ্যে এক মাসের একটি ট্রেনিং প্রোগ্রামে অংশ নিয়েছি। তাছাড়া আগামী ১৫ই অগাস্টের পরে জাতীয় ক্রিকেট লীগের আসরকে সামনে রেখে আরেকটি ট্রেনিং প্রোগ্রামে অংশ নেব।’
২০১৭-১৮ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে আশরাফুল দারুণ খেলেছেন। লিস্ট ‘এ’ টুর্নামেন্টে তিনি দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে পাঁচটি সেঞ্চুরি করেন। প্রথমজন হলেন দক্ষিণ আফ্রিকার আলভিরো প্যাটারসন। ২০১৫-১৬ মৌসুমে এই প্রোটিয়া ব্যাটসম্যান মোমেন্টাম ওয়ানডে কাপে পাঁচটি সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। ৫০ ওভারের ম্যাচে গত মৌসুমে আশরাফুল খেলেছিলেন মোট ২৩টি ম্যাচ, যেখানে ব্যাটিং গড় ছিল ৪৭.৬৩। প্রথমশ্রেনীর ম্যাচে তার গড় ভালো ছিল না, ১৩ ম্যাচে ২১.৮৫ গড়ে মৌসুম শেষ করেছিলেন। জাতীয় দলের হয়ে ৬১ টেস্ট, ১৭৭ ওয়ানডে আর ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা আশরাফুলের রান যথাক্রমে ২৭৩৭, ৩৪৬৮ এবং ৪৫০।
৫০ ওভারের ম্যাচে আশরাফুলের সবশেষ আটটি ম্যাচের স্কোর:
০, ১০২*, ০, ৬৪, ১৬, ১২৭, ১০৩*, ১০২*
সারাবাংলা/এমআরপি
** জাতীয় দলে কবে ফিরবেন আশরাফুল?
** টানা তৃতীয় সেঞ্চুরিতে ‘রান মেশিন’ আশরাফুলের চমক
** আট বছর পর আশরাফুলের সেঞ্চুরি