Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দল যেভাবে ফিরে এসেছে তাতে আমি গর্বিত’


৯ আগস্ট ২০১৮ ১৬:৩৫

।। স্পোর্টস ডেস্ক ।।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হারলেও, শেষ দুই ম্যাচে দারুণ খেলে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ওয়ানডের জয়ের পর টি-টোয়েন্টির বিশ্বসেরাদের সঙ্গে দলের এমন জয়ে গর্বিত টাইগারদের হেড কোচ স্টিভ রোডস

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে বৃহস্পতিবার (৯ আগস্ট) দেশে ফিরেছে বাংলাদেশ দল। উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজ হারলেও, ওয়ানডে সিরিজে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে এবং টি-টোয়েন্টিতে সাকিবের নেতৃত্বে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা।

উন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজটা সহজ ছিল না বলেই মনে করছেন রোডস। তবে টেস্টের পর বাংলাদেশের ঘুরে দাঁড়ানোয় বেশ খুশি বাংলাদেশের এই কোচ, ‘টেস্ট সিরিজটা আমাদের জন্য কঠিন ছিল, কিছুটা আঘাতও পেয়েছি। তবে এরপর ছেলেরা দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে গর্ববোধ করছি। ওয়ানডে সিরিজ জয়ের প্রত্যাশা ছিল, এটা ছিল অন্যতম অর্জন। আর টি-টোয়েন্টিতে সিরিজ জয়ে অবাক হয়েছি। শেষ দুটি ম্যাচে সত্যিই আমরা ভাল খেলেছি। দুটি সিরিজ জয়ে আমি বেশ খুশি।’

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে লিটন দাশের দারুণ ব্যাটিংয়ে ভর করে বড় সংগ্রহে পৌঁছে গিয়েছিল টাইগাররা। তাতেই জয়ের আশা দেখেছিল সাকিব-মুশফিকরা, আর বাকিটা সহজ করে দিয়েছিল শেষ দিকের বৃষ্টি। তবে লিটনের প্রশংসা করলেন রোডস, ‘লিটনের পারফরম্যান্সে আমি বেশ খুশি। ফাইনাল ম্যাচে সে দারুণ খেলেছে।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ে দলের আত্মবিশ্বাস বাড়বে বলেই মনে করছেন বাংলাদেশ দলের কোচ, ‘আমি মনে করি এই জয়ে দলের আত্মবিশ্বাস বাড়বে। ওয়ানডেতে আমরা দারুণ খেলেছি, তাই আমরা বেশ আশাবাদী। ওয়ানডে সিরিজে আমরা ৩-০ ব্যবধানে সিরিজে জিততে না পারলেও আমরা বেশ খুশি।’

বিজ্ঞাপন

তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে জয় পেলেও, টেস্ট ব্যাটিংয়ে ভাল করার চেষ্টা করতে হবে বলে মনে করছেন রোডস, ‘আমি মনে করি, টেস্ট ব্যাটিংয়ে ভাল করার চেষ্টা করতে হবে। তবে আমাদের মানসম্পন্ন খেলোয়াড় আছে। শুধু বিদেশের মাঠিতে খেলার জন্য মাঠের পরিবেশ ও প্রতিপক্ষের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে।’

 

সারাবাংলা/এসএন

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশ ক্রিকেট স্টিভ রোডস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর